খুলনা মহিলা কলেজ থেকে রাসায়নিক দ্রব্য পান করে দুই জন শ্রমিকের মৃত্যু

112
আরাফাত হোসেন
খুলনা মহিলা কলেজ এর ল্যাব থেকে এলকোহল ভেবে রাসায়নিক দ্রব্য পানে দুইজন  শ্রমিক এর মৃত্যু হয়েছে
এবং একজন এর জীবন সংকটাপর্ণ।
এরা সবাই ল্যাবরুমে রংমিস্ত্রির কাজ করছিলো।মৃতরা  হলেন রফিক এবং পারভেজ ।  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় শামীম রয়েছে। এ ব্যাপারে শামীম এর কাছে জিজ্ঞাসা করা হলে  শামীম বলেন, বুধবার রাতে রফিক এবং পারভেজ শামীম কে কল করে মুরগি নিয়ে যেতে বলে এবং সেভেন আপ পানীয় নিয়ে যেতে বলে। শামীম এগুলো কিনে যখন ওদের কাছে যায় তখন দেখে যে ওরা অনেকটা খেয়ে ফেলেছে এবং শামীম ওদের সাথে যোগদান করে। পরে বৃহস্পতি বার রাতে মুমূর্ষ অবস্থায় পারভেজ এবং রফিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং তারপরে মৃত্যুবরণ করে। এই ব্যাপারে প্রফেসর টি এম জাকির,অধ্যক্ষ খুলনা সরকারি মহিলা কলেজ, তিনি জানান যে তাদের কাজের ব্যাপারে একটা কমিটিও গঠন করা হয়েছে এবং তারা সর্বক্ষণিক নজর রাখে। এবং তিনি এও জানান যে তাদের গেটে কড়া প্রহরা আছে এবং  জানেন না যে কিভাবে তারা এই রাসায়নিক দ্রব্য চুরি করেছে।