অভয়নগরে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন বাগদাহ যুবসংঘ

164
সবুজ গাজি, পৌরসভা প্রতিনিধি (নওয়াপাড়া)
অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাগদাহ যুব সংঘ ফুটবল একাদশ।  শুক্রবার বিকালে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চলিশিয়া চারাবটতলা ইয়ংস্টার ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাগদাহ যুব সংঘ ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের এনামুল ও রনি একটি করে গোল করেন। একই ফলাফলে দ্বিতীয়ার্ধ শেষ হয়। ফাইনাল ও টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের শরিফুল। খেলাটি পরিচালনা করেন যশোর রেফারী সমিতির কর্মকর্তা ইব্রাহিম হোসেন, সহকারী ছিলেন সুব্রত সরকার এবং বিরেশ্বর মণ্ডল। খেলা শেষে চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড শাখার সভাপতি মো:নওশের আলী মোল্যার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।  বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদির মোল্যা, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী বেগ সোনা, বিশিষ্ট ব্যবসায়ী নবারুন ম্যাশিনারী হাউজের প্রোপাইটর মো. আসলাম খান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জিএম মনিরুজ্জামান মনি।