ফকিরহাট সংবাদ

24

ফকিরহাটের লখপুরে স্বচ্ছতা
ও জবাবদিহিতা মুলক
উন্মুক্ত সভা

ফকিরহাট থেকে বাদশা আলম
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি শক্তিশালী ইউনিয়ন পরিষদ গঠন করতে উন্মুক্ত ওর্য়াড সভা মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ৭নং ওর্য়াডের জাড়িয়া ভট্টেখামার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সংরক্ষিত ৭,৮ ও ৯নং ওর্য়াডের মহিলা সদস্যা শিল্পি বেগম শিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন এ অঞ্চলে বর্তমান সরকারের সময়ে প্রতিটা সেক্টরে ব্যাপক উন্নতি হয়েছে, তার মধ্যে বিশেষ করে রাস্তাঘাট ব্রীজ ক্যালভেট স্কুল কলেজ ও মাদ্রসা গুলির অবকাঠমোগত উন্নয়ন চোখে পড়ার মত। তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মাক্সের বাধ্যতা মুলক ব্যাবহারের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ,লীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ। ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ নাজির আহম্মেদ, বিপ্লব দাশ, ইউপি সচিব প্রসুন দাশ, ইউপি সদস্য হারুনার রশিদ, অবসার প্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম, সাবেক মেম্বর মোঃ শফিকুল ইসলাম ও বিশিষ্ট ব্যাবসায়ী ফেরদাউস মোড়ল প্রমুখ। এসময় উপকারভোগীদের মধ্যে চাহিদা দাবী করেন আঃ রউফ, আঃ হামিদ, শরিফুল ইসলাম ও সালমা বেগম। তাঁরা বিভিন্ন কাচা রাস্তায় ইটের সলিং নির্মাণ, কয়েকটি স্থানে নির্মানাধীন ক্যালভেটের পাট দিয়ে পানি নিষকাশনের সুব্যাবস্থা গ্রহনের জন্য জোর সুপারিশও করেন। যা ইউপি সচিব খসড়া আকারে একটি রেজুলেশন করা হয়। এর আগে স্বচ্ছতা স্বরুপ ৩৮জন অস্বচ্ছল মহিলাদের ভিজিডি কার্ড বাছাই করা হয়। ##

ফকিরহাটে শ্রমিকদের দক্ষতা
বিষয়ক অবহিতকরণ সভা

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাংলাদেশ সামুদ্রিক খাদ্য প্রক্রিাকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের দক্ষতা এবং নের্তৃত্ব বিকাশ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন কর্মজীবী নারী এর আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাকেন প্রকল্প সমন্বয়ক দেওয়ান আব্দুস সাদি। ##

ফকিরহাটের আট্টাকী সার্বজনীন
শীতলা মন্দিরে সাধারন সভা
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আট্টাকী সার্বজনীন শীতলা মন্দিরে সোমবার রাত ৮টায় মন্দির প্রাঙ্গনে মন্দির পরিচালনা পরিষদের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আট্টাকী সার্বজনীন পূজা মন্দিরের উন্নয়ন সংক্রান্ত সহ বিবিধি বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীতলা মন্দিরের সভাপতি ডা: অরবিন্দু পাল মনি। সাধারন সম্পাদক গোবিন্দ পালের পরিচালনায় এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মনোতোষ রায় কেষ্ট, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুরারী মোহন পাল, অমর ঘোষ, অর্পব কান্তি ঘোষ, প্রকাশ চন্দ্র পাল, কার্তিক দত্ত, অজিৎ পাল, রনি ঘোষ, গনেশ পাল, রতন রায়, শুভ ঘোষ, সত্য রঞ্জন চক্রবর্তী, দেব প্রসাদ চক্রবর্তী বাবলু চক্রবর্তী, আশিষ ঘোষ, রনি ঘোষ সহ সদস্যগন উপস্থিত ছিলেন। ##