ফুলতলায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো গাড়াখোলা মাছ বাজার একাদশ

173
শেখ জিল্লুর রহমান,ফুলতলা থানা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজের অবক্ষয়, মাদক মুক্ত সমাজ গড়ার জন্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর এ স্বপ্ন কে বাস্তবায়নের লক্ষে ফুলতলা উপজেলার ২নং দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া (শিপলু) চেয়ারম্যান এর পৃষ্ঠপোষকতায় ফুলতলার গাড়াখোলায় আয়োজন করেন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের। খেলায় উল্লেখযোগ্য আকর্ষণ ছিলো দক্ষিণ পাড়া দলের অন্য তম খেলোয়াড় মোঃ আর জি রহমান(আরিফ) এর নেতৃত্বে ড্রোনের আয়োজন। ড্রোণের দ্বারা খেলাটির সম্পূর্ণভাবে ভিডিও ও ফটোসেশান এর কাজগুলো করেন আর জি রহমান (আরিফ)।যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে শিপলু চেয়ারম্যান এর এমন উদ্দোগে ফুলতলাতে মাদক এর পরিমান প্রায় নেই বললেই চলে।
আজ ০৮/১২/২০২০ইং রোজ মঙ্গলবার ফুলতলা উপজেলার সদর দামোদর ইউনিয়ন এর গাড়াখোলা ৪,৫,৬ নং ওয়ার্ড নিয়ে আয়োজিত গাড়াখোলা আন্তঃচেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ গ্রহন করেন গাড়াখোলা মধ্যপাড়া  ফুটবল দল বনাম গাড়াখোলা মাছ বাজার ফুটবল দল।
দীর্য ৯০ মিনিটের খেলাটিতে দুই পক্ষের মধ্যে হয় হাড্ডা হাড্ডি লড়াই। খেলার মুল সময়ের মধ্যে কোনো দলের গোল না হওয়ার জন্য সরাসরি ট্রাইফিকারে যান আয়োজক কমিটি, ট্রাইফিকারে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যান গাড়াখোলা মাছ বাজার একাদশ।
উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ ফেরদৌস আহমেদ ভুঁইয়া,(সিআইপি)বিশিষ্ট সমাজ সেবক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড. সুজিত অধিকারী,সাধারণ সম্পাদক খুলনা জেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব শেখ আকরাম হোসেন,চেয়ারম্যান ফুলতলা উপজেলা পরিষদ।আরো উপস্থিত ছিলেন জনাব মাহাতাব উদ্দিন,অফিসার ইনচার্জ ফুলতলা থানা,সরদার শাহাবুদ্দিন জিপ্পি,সাধারণ সম্পাদক ফুলতলা উপজেলা আওয়ামীলীগ,আলহাজ্ব জিয়া হাসান তুহিন, ভাইস চেয়ারম্যান ফুলতলা উপজেলা। আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, চেয়ারম্যান ১নং আটরা গিলেতলা ইউনিয়ন পরিষদ। ইনামুল হক,হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, মোশাররফ হোসেন মোড়ল,সহ স্থানীয় সকল অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দক্ষিণপাড়া টিমের জন্য সার্বিক উপদেষ্টা পরিষদে: মোঃ রেজাউল করিম সরদার, আব্দুল হাকিম বিশ্বাস, মাহাবুর বিশ্বাস, মোহাম্মদ নাসির মোল্লা, আসাদ বিশ্বাস, আব্বাস মোড়ল, শামীম সরদার, মওদুদ মোড়ল, লিটন আকঞ্জি, কায়দা বিশ্বাস,মামুন গাজী, হাসান বিশ্বাস, জুয়েল শেখ, তপু বিশ্বাস, আলমগীর হোসেন টুকু।সার্বিক সহযোগিতায় : মোঃ সালাম সরদার, মোঃ আনছার বিশ্বাস।
গাড়াখোলা দক্ষিণপাড়া ফুটবল দলের খেলায় অংশ গ্রহণের পূর্বে ছিলো জমকালো আয়োজন। মোটর সাইকেল বহর,পিকাপ,ট্রাক সহ মাইক্রো ।খেলাটি পরিচালনা করতে রেফারির দায়িত্ব পালন করেন ১। জনাব মোঃ বাবু, ২। সাইফুল ৩। রাশেদুল।