কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও শীতার্থ মানুষের মাঝে কান্দি চেয়ারম্যানের কম্বল বিতরণ

45
হৃদয় বিশ্বাস , কোটালীপাড়া থানা প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১২ নং কান্দি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও শীতার্থ ১৫ শ মানুষের  মাঝে কম্বল বিতরণ করেছেন কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ।
আজ রবিবার কান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয় চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীর সভাপতি ভবেন্দ নাথ বিশ্বাস,বিশেষ অতিথি উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ শামসুল হক,জেলা পরিষদ সদস্য রিনা মন্ডল। এসময় ইউপি সদস্য সিদ্ধার্থ বাড়ৈ,বাসুদেব হালদার, প্রভাষ বৈড়াগী,মহিলা ইউপি সদস্য  মঞ্জু রানী হালদার,মনমথ রঞ্জন রায়,মহিলা ইউপি সদস্য মিরা টিকাদার,সমাজ সেবক স্বপন বিশ্বাস প্রমুখ উপস্হিত ছিলেন।
ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা  ৬৬ বছরের মহিলা ও ৬৭ বছরের ১৫ শ জন শিতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ। এর মধ্য সরকারি ভাবে ৪৬০ টি এবং চেয়ারম্যানের ব্যাক্তিগত তহবিল থেকে ১ হাজার ৪০  টি কম্বল বিতরণ করা হয়।
চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন সরকারি ভাবে যে কম্বল পাওয়া গেছে সেটা চাহিদার চেয়ে অপ্রতুল তাই আমি আমার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৪০ টি  কম্বল বিতরণ করে কিছুটা হলেও  চাহিদা পুরনের চেস্টা করলাম এর পরে ও কেউ বাদ পরে থাকলে তাদেরকে ও বাড়িতে কম্বল পৌছে দেয়া হবে এছাড়াও প্রতিবছরই শীত মৌসুমে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করে থাকি ।