নায়েব সাকিলের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

158

ডেক্স রিপোর্ট।।

খুলনার ফুলতলা ইউনিয়ন ভূমি অফিসের বহুল আলোচিত নায়েব গাজী সাকিল আহমেদের বিরুদ্ধে সাম্প্রতিক বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানীতে বেরিয়ে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এদিকে ফুলতলার যুগ্নীপাশা এলাকার আনোয়ারুল ইসলাম নামে এক ব্যক্তি সাকিলের বিরুদ্ধে খুলনার জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওই লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারুল ইসলামের ক্রয়কৃত ১৮ শতক জমি, যার দাগ নং-৯৯৬,১০০৪, এস খতিয়ান-৩২৬, ৪নং দক্ষিনডিহি  মৌজার  খাজনা দিতে গেলে ফুলতলা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সাকিল আহমেদ মূল খাজনার টাকার পরিমান থেকে অতিরিক্ত টাকা দাবি করেন। এছাড়া ওই একই দাগ নম্বরে মিউটিশেন করার কথা বললে ২০,০০০/= (বিশ হাজার) টাকা  চান ওই নায়েব। লিখিত অভিযোগ সূত্রে আরো জানা যায় সাকিল আহমেদ এক পর্যায় আনোয়ারুল ইসলামের সাথে খারাপ আচারন করেন ।

এ বিষয় কথা হয় ভুক্তভোগি আনোয়ারুল ইসলাম (চঞ্চল) (৪৩), পিতা-মৃত আবুল কালাম আজাদ, সাং-যুগ্নীপাশা, থানা-ফুলতলা, জেলা-খুলনার সাথে। তিনি বলেন, আমার অভিযোগের বিষয়টি নিয়ে প্রথমে এসি ল্যান্ড স্যারকে জানাই। তবে ওনার কাছ থেকে কোন সুরহা না পেয়ে আমি খুলনা জেলা প্রশাসক মহোদয়ের নিকট অভিযোগ করতে বাধ্য হই।

এলাকাবাসি জানান, শুধু আনোয়ারুল ইসলাম নয়, এ রকম হাজারও ব্যক্তি আছে যারা গাজী সাকিল আহমেদের অবৈধভাবে কলমের মারপ্যাচের শিকার হয়েছেন। যারা সাকিল আহমেদকে সুযোগ সুবিধা দিয়ে থাকেন শুধু তারাই ফুলতলা ইউনিয়ন ভূমি অফিসে যাওয়া মাত্রই সকল সেবা সহজে পায়।