বেনাপোল সীমান্তে ১০৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

27

উৎপল ঘোষ (ক্রাইম রিপোর্টার ) যশোর ;
যশোর বেনাপোল সীমান্তে দৌলতপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১০৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাহ জামাল নামে এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটককৃত আসামী বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মৃত ইবাদত মন্ডলের ছেলে শাহ জামাল (৩০)।
পুলিশ জানায়,গতকাল দুপুরে গোপন সংবাদে নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। অভিযানে এস আই রোকনুজ্জামান,এ এস আইমাসুম পারভেজসহ সঙ্গয় ফোর্স নিয়ে দৌলতপুর গ্রামের বটতলা নামকস্থানে ধৃত আসামীর নিজ বাড়িতে তিন জায়গায় তল্লাশি চালিয়ে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার সহ শাহ জামাল (৩০) নামে একজনকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুনখান জানান,গোপন সংবাদে জানতে পেরে আমি নিজে ঘটনাস্থলে পুলিশি অভিযান চালিয়ে মাদকসহ আসামীকে গ্রেফতার করা হয়। আটক আসামীকে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।এ সময়ে তিনি আরো বলেন,মাদকের সাথে সম্পৃক্ত থাকা কাউকে ছাড় দেয়া হবে না।