চাঁদাবাজ সিন্ডিকেট জামিনে, বাদী কে হত্যার হুমকি

116

স্টাফ রিপোর্টার ঃ
“জীবন বাঁচাতে এত দৌড়ঝাপ করার দরকার নেই চাঁদা দিলে বাঁচবি না দিলে তিন দিনের মধ্য মরবি, থানা পুলিশ করে কোন লাভ নেই” যশোরের অভয়নগর উপজেলার শীর্ষ সন্ত্রাসী প্রায় দু’ডর্জন মামলার আসামী গোফরান বাহিনীর প্রধান নাসির উদ্দিন ওরফে গোফরান বাহিনীর সদস্যর চাঁদা নিতে আসা ৪ জন গ্রেফতার কৃত আসামী জামিন হওয়ার পর বাদীকে এ হত্যার হুমকি প্রদান করেছে বলে এক অডিও রেকর্ডের মাধ্যমে জানা গেছে। বাদী ভয়ে পালিয়ে অবশেষে যশোর বিজ্ঞ নির্বাহী ম্যাজি: আমলী আদালতে একটি মামলা করেছে। মামলা নং পি- ১০৩৪/২০ তারিখ ২৭/১২/২০২০। অভয়নগর থানা পুলিশ সূত্রে জানাগেছে একই থানায় ৭নং শুভরাডা ইউনিয়নের ইছামতি গ্রামের মৃত ককন কুমার বিশ্বাসের ছেলে বিমল কুমার বিশ্বাস (৬০) থানায় এসে পুলিশের সহযোগিতায় একটি মামলা দায়ের করে। মামলা নং ১৮ তারিখে ১৬/১২/২০, ধারা ৩৮৫/৩৮৬/৪২৭ জি.আর ২৭২/২০ আসামী ৭ জন উক্ত মামলা যশোরের বিজ্ঞ আদালতে চলমান আছে। জি,আর মামলার নথি থেকে জানা যায় গোফরান বাহিনীর প্রধান নাসির উদ্দিনের নেতৃত্বে ৯/১২/২০ তারিখে গভীর রাতে বিমল কুমার বিশ^াসের বাড়ীতে এসে ২,০০,০০০/- (দু,লক্ষ্য) টাকা চাঁদা দাবী করে বাহীনির সদসরা , পরে ১৫/১২/২০ তারিখে নির্ধারিত ধার্য্য কৃত চাঁদা নিয়ে যাওয়ার পথে স্থানীয় বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের দায়িক্তরত এস আই ইকবল মাহমুদ ও এ এস আই ওয়াহিদের সংগীয় কোর্সের এক অভিযানের চারজন আসামী ঘটনাস্থল থেকে গ্রেফতার হয়। মামলার নথি থেকে আরো জানাযায় আসামীদের গ্রেফতারের সময় পুলিশ চাঁদার আদায়কৃত ১৭০০০/- হাজার টাকা ও ৩ টি বাটন ওয়ালা মোবাইল উদ্ধার করে। পরে একইদিনে অভয়নগর থানার মাধ্যমে আসামীদের আদালতে পাঠালে আদালত থেকে সকল আসামী জামিনে বাইরে এসে মামলা তুলে না নিলে বাদীকে হত্যার হুমকি প্রদান করে। এ বিষয়ে মমলার বাদী বিমল কুমার বিশ্বাস জানালেন জীবনে তার কোন নিরাপত্তা নেই যে কোন সময় তার পরিবারের যে কেউ হত্যা হয়েযেতে পারে । এলাকায় সরজমিনে গেলে নাম প্রকাশ না কারর শর্তে স্থানীয়রা জানালেন সন্ত্রাসী গোফরান বাহিনীর সদস্য দের ভয়ে তারা সন্ধার পর ঘর থেকে বাহির হয় না। নির্ভর যোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য মতে জানাগেছে স্থানীয় ক্যাম্প পুলিশ তৎপর থাকলে ও সন্ত্রাসীরা মাছের ঘেরের পাড় দিয়ে এসে রাতে তান্ডব চালায়। সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে তবে আসামীরা এলাকা থেকে পালিয়েছে, প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে অভয়নগর থানা সূত্রে জানাগেছে ।