খুলনায় ভুট্টার চিপস বিক্রি করে ভ্যান চালকের ভাগ্যের পরিবর্তন

184

মামুন মোল্লা:

খুলনা ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের মোস্তফা(৫০) পেশায় ছিলেন একজন ভ্যান চালক। অনেক কষ্টে তিনি তার পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত দুই সপ্তাহ আগে তিনি তালা দিয়ে ভাঙ্গা ভুট্টা থেকে ভুট্টার চিপস তৈরির মেশিন দেখে উৎসাহিত হন। তালার এক মিস্ত্রি ভাঙ্গা ভুট্টা থেকে চিপস তৈরির মেশিন উদ্বোধন করেন। মোস্তফা তার ভ্যান বিক্রি করে ও এনজিও থেকে লোন করে ১ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মোস্তফা তার ভাতিজা আরিফ (২০) কে সাথে নিয়ে ভাঙ্গা ভুট্টা থেকে টিপস চৌধুরী এই ব্যবসা শুরু করেন ।তারা বিভিন্ন মেলা ও বাজারে এই ভুট্টা চিপস বিক্রি করেন। চোখের সামনে চিপস উৎপাদন দেখে মানুষ লাইন ধরে ক্রয় করেন করেন। প্রতিদিন ১৫ থেকে ২০ কেজি ভুট্টা উৎপাদন করেন এতে খরচ বাদ দিয়ে প্রতিদিন ১০০০ থেকে ১৫০০ টাকা লাভ থাকে ।চার সদস্যের সংসার নিয়ে এখন ভালো চলছে ভ্যানচালক মোস্তফা জীবন।