অভয়নগর এসি ল্যান্ড কার্যালয়ে মাস্কবিহীন অফিসিয়াল কার্যক্রম

49

 

“ভূমি অফিসের প্রধান ফটকে লেখা  নো মাস্ক, নো সার্ভিস। অথচ ভিতরে মাস্কবিহীন সার্ভিস চলছে”

অভয়নগর থানা প্রতিনিধি :

যশোর-অভয়নগর এসি ল্যান্ড করোনা বিপর্যয় কালীন থেকে মাস্ক বিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। অথচ তাঁর নিজ কার্যালয়ে অধিনস্ত কর্মচারিদের মধ্যে বেশিরভাগই মাস্কবিহীন প্রতিনিয়ত অফিস করে যাচ্ছেন। যেহেতু  সহকারি কমিশনার (ভূমি) এর কার্যলয়ে প্রতিদিনই প্রায় শত শত মানুষ ভূমি সংশ্লিষ্ট বিষয় নিয়ে  সেবার জন্য আসেন। ফলে কর্তব্যরত কর্মচারিরা মাস্কবিহীন থাকলে করোনা ঝুঁকি বাড়ার সম্ভাবনা থেকে যায়। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সার্টিফিকেট সহকারী মোঃ মিরাজ হোসেন তাঁর নিজ কক্ষে মাস্কবিহীনভাবে দাপ্তরিক কাজ করে যাচ্ছেন। মাস্কবিহীন কেন এ বিষয় প্রশ্ন করলে মিরাজ জানান, অফিসের মধ্যে আমরা সকলে নিজেরা থাকি, পাবলিক আসলে মাস্ক পড়ি।

এ বিষয় এসি ল্যান্ড রফিকুল ইসলামের মন্তব্য জানার জন্য তাঁর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

সেবা নিতে আসা নূরুল আলম জানান, আমরা কেউ এসি ল্যান্ড কার্যালয়ে মাস্ক ছাড়া আসার সাহস পায়না। অনেক সময় ভূলে মাস্ক বাসায়  রেখে আসলেও দোকান  থেকে মাস্ক কিনে এ অফিসে ঢুকি, কারণ নির্বাহী ম্যাজিস্টেট জরিমানা করতে পারে এ ভয়ে। অথচ এখানে দায়িত্বরত অনেকরই মুখে মাস্ক দেখি না।