ফকিরহাটের বেতাগায় জেলা প্রশাসকের পরিদর্শন

48

বাদশা আলম
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ১নং বেতাগা ইউনিয়নে মাসকাটা গ্রামে বুধবার বেলা ১২টায় ২০/০১/২১ ইং তারিখ ২০২০-২০২১ অর্থ বছরে বোরো মৌসুমে ৫০ একরের ব্লক প্রদর্শনী হাইব্রীড জাতের ধানের সমলয়ে চাষাবাদের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ট্রেতে উৎপাদিত চারা রাইচ ট্রান্সপ্লান্টর যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপনের উদ্ধোবধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর অতিরিক্ত জেলা উপ-পরিচালক (পিপি) সঞ্জয় কুমার দাশ অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন ফকিরহাট উপজেলা উপ সহকারী উদ্ভিদ কর্মকর্ত নয়ন কুমার সেন, উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা নাসরুল মিল্লাত এসময় আরও উপস্থিত ছিলেন বেতাগা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শিক্ষক মোঃ ইউনূস আলী শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার দাশ, ইউনিয়ন আওয়মী লীগের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক দুলাল চন্দ্র দাশ, শিক্ষক প্রদুৎ কুমার দাশ, বেতাগা আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক নাজমুল হুদা ও বেতাগ ইউপি পরিষদের সদস্যবৃন্দ এবং উক্ত অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান শেষের পরে মাননীয় জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক তিনি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ ব্যংক এশিয়া এবং বেতাগা ইউনিয়ন পরিষদে এক মত বিনিময় আলোচনা সভা করেন।