বরগুনা বেতাগীতে ইউনিয়নে সচিবের রুমে প্রকাশ্যে চলছে ধূমপান 

88

আল আমিন খাঁন-সিনিয়র স্টাফ রিপোর্টার

বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া ৪ নং ইউনিয়ন পরিষদে সচিবের রুমে অফিস চলাকালীন মোকামিয়া ইউনিয়নের মেম্বর জালাল আকন্দ প্রকাশ্যে জনগনের সামনে ফিল্মি স্টাইলে ধুমপান করতে দেখা যায়। এমনকি বেশিরভাগ সময় এই ইউপি সদস্য মাস্কবিহীন অবস্থায় চলাফেরা করে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোসনা দিয়েছেন নো মাস্ক নো সার্ভিস। আইন থাকলেও এই ইউনিয়নের অনেকের সরকারী আইনকে তোয়াক্কা না করেই চালাচ্ছে তাদের সকল কার্যক্রম। শীতে করোনারভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সরকার প্রতিটা জায়গাতে মাস্ক বাধ্যতামূলক করেছে। প্রকাশ্যে যেখানে ধুমপান করা আইনত দন্ডনীয় অপরাধ সেখানে ন জালাল মেম্বর সকলের সামনে ধূমপান করছে।

এ বিষয়ে কথা হয় বেতাগী উপজেলার নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন এর সাথে তিনি জানান, এমন ঘটনা সত্যি দুঃখজনক। ইউনিয়ন পরিষদ একটি সরকারী প্রতিষ্ঠান।  এখানে সকলের সামনে তামাকজাত দ্রব্য সেবন করা আইনত দন্ডনীয় অপরাধ। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম এবং আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম সুজনের সাথে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেয় যদি মেম্বার এ ধরনের কাজ করে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কারন ইউনিয়নে ভীতরে ধূমপান করা এটা আইন বিরোধী কাজ।

অভিযুক্ত জালাল আকন্দ  বলেন, সচিবের রুমে বসে ধূমপান করাটা আমার অপরাধ হয়ে গিছে। কারন সেখানে ইউনিয়নের অনেক জনগনই থাকে। এটা আসলে গুরুত্বপূর্ন অন্যায়।

ইউনিয়ন পরিষদ একটি সরকারী প্রতিষ্টান এখানে প্রতিনিয়ত ই জনগন আসে তাদের ন্যায্য সেবা নিতে, একজন মেম্বর যদি এভাবে সকলের সামনে মাস্ক না পরে ধূমপান করতে থাকে তাহলে সাধারন জনগন কি শিখবে এই ইউপি সদস্যে কাছ থেকে বলে মনে করেন এলাকাবাসী।