দামোদর ইউপি চেয়ারম্যানের সহধর্মিণী নির্বাচনীয় উঠান বৈঠক

242

জিল্লু শেখ, ফুলতলা থানা প্রতিনিধি।

খুলনার ফুলতলা দামোদর কারিকর পাড়ায় উঠান বৈঠকের অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিনত। অদ্য ২২/০১/২০২১ তারিখ রোজ শুক্রবার বিকাল ৪ঃ২০ ঘটিকায় ২নং দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানাব শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলুর উপস্থিতে দামোদর কারিকর পাড়ার নেতাকর্মীদের নেতৃত্বে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়।উক্ত উঠান বৈঠকের সভাপিত্ব করেন জনাব জাহিদুর রহমান, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন বিশ্বাস, আবুল খায়ের,রফিক,সাইফুল ইসলাম,মুকাদ্দেস,হায়দার,হাসিনা বেগমসহ স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণ। আলোচনার উঠান বৈঠকে চেয়ারম্যান শিপলুর সহধর্মিণী আন্জুমান আরা পুতুল নিজে উপস্থিত থেকে জনগণের সকল কথা শুনে তারপা নিজে জনসমুদ্রের মাঝে বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যের মাঝে তিনি জনগণের উদ্দেশ্য করে বলেন আপনারা যারা মহিলা আছেন, অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণ বসত আপনারা চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলতে পারেন না,,সে ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলে আপনাদের মনের কথাগুলো জানাবেন আমি আপনাদের হয়ে চেয়ারম্যান সাহেবের কাছে আপনাদের চাওয়া কথাগুলো পৌছে দেবো। আপনারা গতবার আপনাদের মূল্যবাদ ভোটটি দিয়ে চেয়ারম্যান হিসেবে এনেছেন,আশাকরি এবারও আপনার ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবেন আপনাদের এই ২নং ওয়ার্ডে। এরপর চেয়ারম্যান শিপলু বলেন আপনাদের আজকের এই উপস্থিতি আমাকে মুগ্ধ করেছেন,আমি জানি আপনারা পূনরায় আপনাদের মূল্যবাদ ভোটটি আমাকে দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। প্রধান মুন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার প্রতিক দিয়েছিলেন গত নির্বাচনে,আমি বিপুল ভোটে জয়লাভ করেছি এবং উন্নায়নের ছোয়া আপনাদের মাঝে দার প্রান্তে পৌছে দেওয়ার চেষ্টা করেছি। পূনরায় যদি নৌকার মাঝি হতে পারি তবে আমাদের দামোদর ইউনিয়ন পরিষদকে বাংলাদেশের কাছে একটি রোল মডেল হিসেবে উপাস্থাপন করবো ইনশাআল্লাহ। “গ্রাম হবে শহর, শহরের ছোয়ায় গ্রামীন জনপদ”। এই কথাটির বাস্তবে রুপান্তর করবো।