যশোরে বিপুল পরিমাণ ডলারসহ ৪ যুবক আটক

87
উৎপল ঘোষ (ক্রাইম রিপোর্টার ) যশোর :
 যশোরের সদর উপজেলার ১লাখ ৯০ হাজার ইউএস ডলারসহ ৪ যুবককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সদর উপজেলার হামিদপুর এলাকা থেকে তাদেরকে আটক করেছে।আটককৃতরা হলো :ছোট আঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে সহিদুল ইসলাম (২৩)।সদর উপজেলার ললিতাদহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা (৪০),নলদা গ্রামের তোরাব আলীর ছেলে রাকিবুল ইসলাম (২০) ও শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সলেমান মন্ডলের ছেলে মিঠু মন্ডল (২৭)। যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ সেলিম রেজা জানান,আমাদের নিকট গোপন সংবাদ ছিল যে,বেনাপোল থেকে বাস যোগে চোরাচালানের ৪ যুবক যশোর  – নড়াইল সড়কের হামিদপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে।সেখান থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।এমন গোপন সংবাদে বিজিবির একটি টিম এলাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে তারা পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। আটকের পর তাদের দেহ তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় কোমরে লুকিয়ে রাখা ১৯ টি বান্ডেল ইউএস ডলার উদ্ধার করা হয়।প্রতি বান্ডেলে ১০ হাজার ইউএস ডলার করে মোট ১ লাখ ৯০ হাজার ইউএস ডলার ছিল।বাংলাদেশি টাকার যার মুল‍্যমান ১কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা দীর্ঘদিনহুন্ডিও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত।পরে তাদের মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।