নৌকার মনোনীত প্রার্থীদের জন্য টিম গঠন নেতৃত্বে রয়েছেন  শেখ সোহেল

345
সিনিয়র স্টাফ রিপোর্টার 
পৌরসভা-সহ স্থানীয় সরকার নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশগ্রহণের জন্য টিম গঠন করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর ও সাতক্ষীরা জেলা নিয়ে করা হয়েছে ৩২ সদস্যের খুলনা বিভাগের টিম-১। এরমধ্যে আটজন খুলনা জেলার বাসিন্দা। নেতৃত্বে রয়েছেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল উদ্দিন। সংগঠনের দপ্তর সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তির অনুলিপি স্ব স্ব জেলার অভিভাবক দল আওয়ামী লীগ এবং যুবলীগের নেতৃবৃন্দকে পাঠানো হয়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব,
মো. মাইনুল হোসেন নিখিল এর নির্দেক্রমে টিমে নির্বাচিত নেতৃবৃন্দ ঠাঁই পেয়েছেন বলে জানানো হয়। এজন্য শুভেচ্ছা জানিয়ে যথাযথভাবে অর্পিত দায়িত্ব পালনের অনুরোধ করা হয়। জানা যায় , ৩২ সদস্য বিশিষ্ট যুবলীগের খুলনা বিভাগের টিম-১ এর মধ্যে ৪ জন প্রেসিডিয়াম সদস্য আছেন। যথাক্রমে- খুলনা জেলার শেখ সোহেল উদ্দিন, সাতক্ষীরার মো: রফিকুল ইসলাম, খুলনার ইঞ্জি: মৃণাল কান্তি জোদ্দার ও যশোরের মো: আনোয়ার হোসেন। বিভাগীয় এই টিমে যুবলীগের সম্পাদক আছেন ৬ জন। যথাক্রমে- সংগঠনের প্রচার সম্পাদক খুলনার জয়দেব নন্দী, আন্তর্জাতিক সম্পাদক নড়াইলের কাজী সারোয়ার হোসেন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বাগেরহাটের এড. শেখ নবীরুজ্জামান বাবু, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নড়াইলের মোল্লা রওশন জামিল রানা এবং দুই সহ-সম্পাদক সাতক্ষীরার মো: বাবলুর রহমান বাবলু ও জিএম ওয়াহেদ পারভেজ। যুবলীগের ৫ জন কার্যনির্বাহী সদস্যকে গঠিত এই টিমে রাখা হয়েছে। এরা হলেন, খুলনার মো: হুমায়ুন কবির ও জিএম গাফফার হোসেন, নড়াইলের এড. কাজী রসির আহমেদ, বাগেরহাটের রাজু আহমেদ (ভিপি মিরান) এবং নড়াইলের এড. শেখ মো: তরিকুল ইসলাম। এছাড়া যুবলীগের সতেরো জন কেন্দ্রীয় সদস্যকে ওই নির্বাচনী টিমে রাখা হয়। ক্রমনুসারে নেতৃবৃন্দ হলেন- বাগেরহাটের মো: হাসিবুর রহমান রাজন সিকদার, খুলনার এসএম রাজু, নড়াইলের এএনএম ইমরুল হক, যশোরের মো: বেলাল হোসেন ও মো: নাজমুল হাসান, নড়াইলের শাহিন আহমেদ, যশোরের হুমায়ুন সুলতান ও মো: আব্দুল্লাহ রানা, বাগেরহাটের মো: ইমাম হাসান, নড়াইলের মো: সজিবুল ইসলাম, বাগেরহাটের মো: রেজাউল করিম, সাতক্ষীরার এড. এম মুক্তারুজ্জামান টুকু ও তারেক বিন হায়দার রাজন, যশোরের অমিত কুমার বসু, বাগেরহাটের শেখ আব্দুস সবুর, মোস্তফা মোতাহার হোসেন প্রিন্স ও শেখ মারুফ হোসেন, নড়াইলের চৈতী রাণী বিশ্বাস
এবং খুলনার মো: নুর আলম মিয়া ও চৈতালী হাওলাদার।