ডেক্স রিপোর্ট।
সোমবার সন্ধ্যায় খুলনার খানজাহান আলী থানা প্রেস ক্লাবের এক বিশেষ সাধারন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সভাপতি মোড়ল মুজিবর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ আসলাম হোসেনের সঞ্চালনায় বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের নতুন কার্যালয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় দোয়া অনুষ্ঠিত হয়। এর পর কার্যকরি কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবু দাউদ ইমরান, আনন্দ কুমার স্বর, আবু হামজা বাঁধন, মোশারফ হাওলাদার, আঃ সালাম, শেখ মনিরুজ্জামান বাবুল, অনিমেশ কুমার মন্ডল, আল আমিন খাঁন, মামুন মোল্যা (প্রমুখ)।
উল্লেখ্য, দোয়া অনুষ্ঠানে খানজাহান আলী থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ আনছার আলীসহ সকল ভাষা শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।