ফুলতলা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব গাজী সাকিল আহম্মেদের বদলি, জনমনে স্বস্তির নিঃশ্বাস

267

খুলনার ফুলতলা ইউনিয়ন ভূমি অফিসের বহুল আলোচিত ও সমালোচিত সহকারি নায়েব গাজী সাকিল আহম্মেদকে কর্তৃপক্ষ বদলি করেছে। তাঁর বদলিতে ফুলতলার বিভিন্ন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। খুলনা জেলা প্রশাসকের দপ্তর থেকে প্রেরিত চিঠির মাধ্যমে জানাযায়, দাকোপ উপজেলার সূতারখালী ইউনিয়ন ভূমি অফিসে গাজী সাকিলকে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, ইতিমধ্যে গাজী সাকিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সহ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে অভিযোগের পাহাড় সমান ফাইল জমা হয়েছে। এছাড়া সাম্প্রতিক ফুলতলার নাউদারি সৈয়দপুর ট্রাস্টের জমি মিউটিশন কেলেংকারি, সরকারি খাস জমির দাখিলা কাটা সহ নানা অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায়।

পাশাপাশি জমির খাজনা কাটতে গিয়ে  খারাপ আচারন করায় ফুলতলার খানজাহান পুর গ্রামে বসবাসরত সাবেক বিজিবি সদস্য শামীম, উত্তর ডিহির আনোয়ারুল ইসলাম চঞ্চল সহ কয়েকজন  নায়েব সাকিলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ফুলতলা ইউএনও সহ জেলা প্রশাসকের নিকট।

গাজী সাকিলের বদলি হওয়াতে ফুলতলা ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের চির চেনা সচল চাকা বন্ধ হবে বলে মত প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে তাঁর স্থলে যিনি (নায়েব) আসবেন তাঁর কাছে এলাকাবাসি একটি আদর্শ ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম আশা করেছেন ফুলতলার সাধারন মানুষ।