ফকিরহাট সংবাদ

38

ফকিরহাটে পুলিশ সুপারের
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

বাদশা আলম ফকিরহাট থেকে
বাগের জেলার ফকিরহাট উপজেলার মডেল থানা পুলিশের আয়োজনে বুধবার সন্ধ্যা ৭টায় বাগেরহাট জেলা পুলিশ সুপার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো: ছয়রুদ্দীন, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-পুলিশ পরির্দশক (এসআই) টিপু সুলতান, সহকারী উপ-পুলিশ পরির্দশক (এএসআই) মো: আছাদুজ্জামান, পুলিশ সদস্য মো: শাহাদাৎ হোসেন প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) বাবুল আকতার, জেলা পরিষদ সদস্য শেখ আ: রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, কাজি মো: মহসিন, খান শামীম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু সহ মডেল থানার বিভিন্ন অফিসার, পুলিশ সদস্য, গনমাদ্যমকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন(পিকেএ)। ##

“২১শে ফেব্রুয়ারী পালনের লক্ষ্যে”
ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের
প্রস্তুতি মুলক আলোচনা সভা
বাগের জেলার ফকিরহাট উপজেলার প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা প্রেসক্লাবের মাসিক সভাও অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মান্না দে, পি কে অলোক, শেখ আজমল হোসেন, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন কুমার দে, এম জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ফকির মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান টিটু, দপ্তর সম্পাদক সুমন কুমার কর্মকার, ক্রীড়া সম্পাদক মোঃ বাদশা আলম, কার্যনির্বাহী কমিটির সদস্য খান মাহামুদ আরিফুল হক, মোঃ মাহবুবুর রহমান দুলু, মোঃ কামরুল আহসান হীরক, মোঃ মোজাহিদুর রহমান, এস কে নাজমুল ইসলাম, সাধারন সদস্য শেখ আজমল, মোঃ সাইদুর রহমান, ইমরান শিকদার, সোনাতন কর্মকার, হিরামন দেবনাথ, দাউদ হায়দার বাবু, মোঃ বিল্লাল খান প্রমূখ। ##

ফকিরহাটে কোভিট-১৯ এর
ভ্যাক্সিন গ্রহনে নারীদের ভীড়
বাগের জেলার ফকিরহাট উপজেলার কোভিট-১৯ এর ভ্যাক্সিন গ্রহনে আগ্রহী নারীদের ভীড় ক্রমেই বেড়েছে। বৃহস্পতিবার সকালে দেখা গেছে অন্যান্য দিনের ন্যায় এদিনও পুরুষের পাশাপাশি নারীদের ভীড় ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি। দিন যত যাচ্ছে নারীদের সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে। তারা অত্যান্ত আনন্দের সাথে করোনা ভাইরাসের টিকা গ্রহন করছেন বলে অনেকেই জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) মো: কামাল হোসেন জানান, এদিন ৬২২জন টিকা গ্রহন করেছেন। এরমধ্যে পুরুষ ৩৫৪জন এবং নারী ২৬৮জন। এ পর্যন্ত মোট টিকা গ্রহনকারীর সংখ্যা দাড়িয়েছে ৪২৩৯ জন। এরমধ্যে পুরুষ ২৫৪২জন এবং নারী ১৬৯৭জন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, টিকা প্রদান অব্যাহত রয়েছে। ৬হাজার মানুষ টিকা গ্রহন করতে পারবেন। প্রথম ধাপে এখনও ১৬শ বেশী মানুষ টিকা গ্রহন করতে পারবেন। এরপরও মানুষের চাহিদা বেড়ে গেলে অনাত্র থেকে টিকা সংগ্রহ করার আশাবাদ ব্যক্ত করেন। ##