ফুলতলা থানায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন

25
শেখ জিল্লুর রহমান, ফুলতলা থানা প্রতিনিধি।
 ঐতিহাসিক ৭ই মার্চ ২০২১ উদযাপন উপলক্ষে, খুলনা জেলার ফুলতলা থানা পুলিশের  উদ্যোগে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়ন শীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে  এবং জাতিসংঘ কতৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ০৭ ই মার্চের ভাষণকে worlds documents history এর অংশ হিসাবে ঘোষণা করায়  আনন্দ উদযাপন অনুষ্ঠান বেলা ১৫.০০ ঘটিকায় শুরু হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসিম ফিরোজ স্যার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হেডকোয়ার্টার,খুলনা জেলা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শেখ আকরাম হোসেন চেয়ারম্যান ফুলতলা উপজেলা পরিষদ ও উপজেলা আঃলীগের সভাপতি,  মোঃ ইমদাদুল হক এ এস পি (প্রবি) খুলনা জেলা।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  সরদার শাহাবুদ্দিন জিপ্পি সাঃসম্পাদক ফুলতলা উপজেলা আঃলীগ,এস,মৃনাল হাজরা,এস,কে সাদ্দাম, দামোদর, জামিরা ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ধর্মীয়, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ সহ ইউনিয়ন পরিষদের মেম্বার, স্কুল মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম,কমিউনিটি পুলিশিং এর নেত্রিবৃন্দ,সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্তরের জনগন সহ আনুঃ ৮০০/৮৫০ জন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহতাবউদ্দিন অফিসার ইনচার্জ ফুলতলা থানা খুলনা। উক্ত আনন্দ উদযাপন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ফুলতলা থানা মসজিদের মোয়াজ্জেম মোঃ ইয়াসিন আরাফাত,পবিত্র গীতা পাঠ করেন এস আই (নিঃ) সুশান্ত কুমার পাল।
এরপর নির্ধারিত সময়ে নির্দেশনা অনুযায়ী সাত(০৭) পাউন্ডের কেক কাটা হয়,গ্যাস বেলুন উত্তলন করা হয় এবং বক্তারা তাদের বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ০৭ ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সরন কালের বৃহত্তর জন সমাবেশে ইতিহাস কাপানো ১৮ মিটিটের ভাষনের উপরে বক্তব্য প্রদান করেন এবং ঐতিহাসিক সেই ভাষনের উপর ভর করেই জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ আর সেই ভাষনে উচ্চারিত অমর বানি সমুহে উজ্জীবিত হয়েই বাঙ্গালী জাতি রক্ত ও প্রানের বিনিময় অর্জন করেছে অাজকের এই স্বাধীন বাংলাদেশ মর্মে আলোচনা করেন।উক্ত অনুষ্ঠান ঘটিকায় শান্তি পুর্ন ভাবে শেষ হয়।  এছাড়া একই সময়ে অত্রথানাধীন আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয় এ প্রশান্ত কুমার রায় প্রধান শিক্ষক উক্ত বিদ্যালয়,এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর উপস্থিতে একই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।