ওয়েভ ফাউন্ডেশনের ইউ এম আই এম সি সি প্রকল্পের আওতায় রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

29

ডেক্স রিপোর্ট।।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন, জি আই জেড -এর আর্থিক সহায়তায় খুলনা সিটি কর্পোরেশন এলাকায় “ জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার উন্নয়নে ছাগল পালন প্রকল্প”-এর রিফ্রেশার প্রশিক্ষণ এনজিও ফোরাম ট্রেনিং সেন্টার, সোনাডাঙ্গা, খুলনা-এর ট্রেনিং কক্ষে ১০ ও ১১ মার্চ ’২০২১ তারিখ সকাল ১০.০০ টায় অুনষ্ঠিত হয়।
প্রশিক্ষনে হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডঃ মোঃ রেজাউল করিম। প্রশিক্ষণে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী সম্পর্কে উপস্থাপন করেন উক্ত প্রকল্পের প্রকল্প কর্মকতা সোহেলী সুলতানা। প্রকল্পটির আওতায় খুলনা সিটি কর্পোরেশন এলাকায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ ৫৯ টি পরিবারকে ২ বছর আগে দেশী ছাগল ও ছাগল পালনের জন্য মাচাসহ ছাগলের ঘর প্রদান করা হয়েছিল। ফলে উক্ত পরিবার সমূহের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নারীর সিন্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. মেমোরী সুফিয়া রহমান শুনু ।
প্রশিক্ষণে ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প ম্যানেজার সোহেলী সুলতানা এবং ফিল্ড সুপারভাইজার উজ্জ্বল কুমার সানা।