খুলনা জেলা রেকর্ড রুমে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য, নেপথ্যে অফিস সহকারী সুজাতা

229

আবু হামজা বাঁধন, ডেক্স রিপোর্ট।।

খুলনা জেলা রেকর্ড রুমে প্রকাশ্যে ঘুষ বানিজ্যে চলছে অফিস সহকারী সুজাতার নেতৃত্বে। যদিও পুরো ভবন জুড়ে রয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।

তথ্যমতে, প্রতিদিনই খুলনা জেলা রেকর্ড রুমে অসংখ্য সেবা প্রত্যাশীরা আসেন জমিজমা  সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র উঠানোর জন্য। তবে সেবা নিতে গেলে বকশিস দিতে হবে। আর না দিলে দিনের পর দিন ঘুরতে হবে । এক কথায় বিড়ম্বনায় পড়তে হয় আগত সেবা প্রত্যাশিদের । এমন তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছিুক এক কর্মচারি।

তথ্যমতে আরো জানা যায়, খুলনা ডিসি অফিসে জনবল কম থাকার কারণে সহকারী কমিশনার নূরী তাসমিন উর্মিকে জেলা রেকর্ড রুম শাখা  ও স্থানীয় সরকার শাখা দুটি কার্যলয়ে দাপ্তরিক কাজ পরিচালনা করতে হয়। ফলে  সহকারি কমিশনার যখন জেলা রেকর্ড রুম থেকে গিয়ে  স্থানীয় সরকার শাখায় দাপ্তরিক কাজ পরিচালনা করতে থাকেন ,তখন সেই সুযোগে অফিস সহকারি সুজাতা আগত সেবা প্রত্যাশীদের কাছ থেকে লেনদরবার শুরু করেন।

ফুলতলার দামোদর গ্রাম থেকে আগত আল আমিন  জেলা রেকর্ড রুমে একটি সার্টিফাইড কপি উঠানোর জন্য অনলাইনে আবেদন করেন। তবে কাগজ পেতে নাকি অনেক দেরী হবে জানান অফিস সহকারী সুজাতা। ফলে দ্রুত কাগজ পেতে হলে অফিসকে ৫শ টাকা দিলে সব মুশকিল আছান হবে। অর্থাৎ দিনের দিন সার্টিফাইড কপি দেওয়ার ব্যবস্থা করবেন এই অফিস সহকারি সুজাতা। খোদ জেলা রেকর্ড রুমের প্রধান ফটকে সেবা প্রত্যাশি আল আমিনের কাছে ৫শ টাকা দাবি করেন অফিস সহকারি সুজাতা। উপায়ন্তু না পেয়ে ৫শ টাকা দেন আল আমিন। এখানেই শেষ নয়, তেরখাদা থেকে আসাদ নামে এক ব্যাক্তির  থেকেও সুজাতাকে ঘুষ নিতে দেখা যায়।

ঘুষের সচিত্র ভিডিও কর্তৃপক্ষকে দেখানো হলেও এখন পর্যন্ত সুজাতার বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানাযায়। যেখানে দৃশ্যমান প্রমাণাদি রয়েছে সুজাতার মত দূর্নীতি পরায়ন কর্মচারির বিরুদ্ধে, সেখানে এখনও পর্যন্ত বহুল তবিয়তে ঘুষ  কেলেংকারী করেও কাজ করে যাচ্ছেন সুজাতা।

অফিস সহকারী ‍সুজাতাকে ঘুষ নেওয়ার সময়ের ভিডিও দেখালে তিনি তার সকল অপরাধ স্বীকার করেন এবং ঘুষের সেই টাকাগুলো ফেরৎ দিবেন বলে জানায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব, তবে ঘুষ লেনদেনের ভিডিও বা প্রমাণাদি তাঁর দপ্তরে জমা দিতে বলেন সাংবাদিকদের। আগামী প্রতিবেদনে বিস্তারিত আসছে……