ফকিরহাট রাফেজা খাতুনকে পুনরায় বিজয়ী দেখতে চান এলাকাবাসী

81

বাদশা আলম।। ফকিরহাট থেকে।।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ১ নং বেতাগা ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত সদস্যা পদপ্রার্থী (বর্তমান) মেম্বর মিসেস রাফেজা খাতুন বিগত ১০টি বছর ধরে বেতাগা ইউনিয়নের মাসকাটা ১, মাসকাটা ২ ও ৩ নং ধনপোতা ওয়ার্ডের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। নির্বাচন কমিশনের নির্বাচন ঘোষনা হওয়ার পর থেকে সে দিন-রাতে প্রতিদিন সকাল থেকে ১,২ ও ৩ নং ওয়ার্ডের পাড়ায় পাড়ায় মহল্লা এলাকার বাজার ঘাট বিভিন্ন দোকানে দোকানে রাস্তায় রাস্তায় সহ ১৯/০৩/২১ ইংরাজী শুত্রবার বিকাল থেকে মাসকাটা ২নং ও ৩নং ধনপোতা ওয়ার্ডের বিশ^াস পাড়া, পূর্বপাড়া, পশ্চিম পাড়া উত্তর -দক্ষিন পাড়া মোড়লবাড়ী, বড়বাড়ী মুন্সীপাড়া হালদারবাড়ী সহ বাড়ীতে বাড়ীতে তার বিগত বছরের কার্যক্রম ভোটারদের সাঙ্গে মতবিনিময় সহ বর্তমান নির্বাচনে তাকে পুনরায় জয়যুক্ত করার জন্য ভোটারদের আহব্বান জানান। তিনি নির্বাচনের অঙ্গিকার ও প্রতিশ্রুতি দিচ্ছেন, ওয়ার্ডের মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজথেকে অপরাধ মুক্ত করে একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা এবং বাল্যবিবাহ বন্দের জন্য সমাজ ও সামাজিক ভাবে সবাই সচেতন হতে হবে। বর্তমান সরকারের ডিজিটাল উন্নয়ন শীল ওয়ার্ড গঠনের লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত মহিলা আসনে ভোটারদের কাছে ভোট চাওয়া ও তাকে নির্বাচিত করার জন্য দোয়া চাচ্ছেন। তার নির্বাচনী এলাকার ভোটারদের মধ্যে মোঃ শফিক , দাউদআলী, কুলসুম , নুরগনি, মোফ্ফাজল, মোঃ শাহিদ, শেখ আছাদ, আশরাফ সহ অনেকে বলেন রাফেজা এবার নির্বাচিত হলে ১,২ ও ৩ নং ওয়ার্ডের অনেক অনেক উন্নয়ন শীল কর্মমূখী কাজকর্ম হবে। এছাড়া অত্র এলাকায় সন্ত্রাস, মাদক, পিনপিলার সহ বিভিন্ন অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর। তাকে আমরা পুনরায় ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে দেখতে চাই।