খুলনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্নজয়ন্তী পালিত

80

ডেক্স রিপোর্ট।।

খুলনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্নজয়ন্তী পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং খুলনার গল্লামারীতে অবস্থিত স্মৃতি সৌধে খুলনা মুক্তিযোদ্ধা , শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, জেলা ও বিভাগীয় প্রশাসন, আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে পুস্পস্ববক দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রথমে সিটি কর্পোরেশন এবং পরে খুলনা মহানগর আওয়ামীলীগের পক্ষথেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। খুলনা মহাগনর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডি বাবুল রানা সহ দলীয় নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

ভোর ৬টায় খুলনা প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদের স্মরণে পুস্পমাল্য অর্পন করেন সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারন সাধারন সম্পাদক হাসান আহমে¥দ মোল্লা। খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্দোগে সাড়ে ৬টায় স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ , নিয়ামুল ইসলাম কচি, আসাদুজ্জামান রিয়াজ , অভিজিৎ পাল, দিলিপ বর্মন এ সময় উপস্থিত ছিলেন। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি উদ্দোগে সকাল ৭টায় পুস্পস্ববক দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি সুনীল দাস, সাধারন সম্পাদক এইচ এম শামিমুজ্জামান, শেখ লিয়াকত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন খুলনা জেলা শাখা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ খুলানা জেলা শাখা , খুলনা সিভিল সার্জন অফিস ও খুলনা আওয়ামী মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদের উদ্দোগে পৃথক পৃথক ভাবে গল্লামারীতে অবস্থিত স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: টিএম মঞ্জুর মোর্শেদ, খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ , খুলনা জেলার বিএমএ”র সভাপতি ডাঃ বাহারুল আলম, সাধারন সম্পাদক ডাঃ মেহেদী নেওয়াজ , ডাঃ সুমন রায়, খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রন) ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, প্রশাসনিক কর্মকর্তা কেএম শফিউর রহমান ও সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ ছাড়া খুলনার বিভিন্ন সরকারী দপ্তর, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের পক্ষথেকে পর্যাক্রমে শ্রাদ্ধাঞ্জলি অর্পন করে। এছাড়া র‌্যালী সভা সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন করেছে খুলনা বাসী। অন্যদিকে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আগামী ২৭ মার্চ সকাল সাড়ে ১০টায় খুলনা সার্কিট হাউজ সংলগ্ন মাঠে কর্মসূচির উদ্বোধন ও র‌্যালি, ১১টায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ’ বিষয়ে আলোচনা সভা, দুপুর ১২টায় উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শন, বেলা একটায় স্টল পরিদর্শন, বিকাল চারটায় তরুণদের জন্য জাতির পিতার জীবনীর ওপর নির্মিত তথ্যচিত্র ও স্থানীয় বিভিন্ন উন্নয়ন তথ্যসমৃদ্ধ চিত্র/ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৮ মার্চ সকাল ১০টায় ‘রূপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ বিষয়ক সেমিনার, দুপুর ১২টায় শিক্ষার্থী ও তরুণদের জন্য উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বেলা আড়াইটায় স্থানীয় বিভিন্ন উন্নয়নচিত্র প্রদর্শনী, বিকেল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পাঁচটায় সমাপনী অনুষ্ঠিত হবে