অভয়নগরে অনৈতিক কাজ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন

178
স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলার ৭নং শুভরাড়া ইউনিয়নের বাঁশুয়াড়ী গ্রামের একটি বাড়ীতে অনৈতিক কাজ চলতে থাকার অভিযোগে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক যশোরের কাছে লিখিত অবেদন করেছেন   এলেকা বাসি। শতাধিক ব্যক্তির গণস্বাক্ষর যুক্ত আবেদন পত্রে  এলাকার চেয়ারম্যান ও মেম্বররা স্বাক্ষর করেছেন। অভিযোগ থেকে জানাযায় বাশুয়াড়ী দক্ষিণ পাড়ার আালিম সরদারের মেয়ে তার ই মায়ের সহযোগিতায় প্রতিনিয়ত বাড়ীতে অবৈধকাজ(দেহব্যাবসা) করে চেলেছে। কালাম নামের এক ব্যক্তর সহযোগিতায় চলে তাদের ব্যাবসা।অভিযোগে অারো জানাযায় দেহ ব্যবসার কাজে লিপ্ত থাকা অবস্থায় নিজ ভাইয়ের (হৃদয়) কাছে পাকড়াও হয়ে বেদম ঊত্তম মাধ্যমের স্বীকার হয় তার বোন। ক্ষিপ্ত হয়ে  বোন নিজে বাদী হয়ে অভয়নগর থানায় ৬ জন কে অাসামী করে একটি লুটপাটের  মামলা দায়ের করে। মামলা নং ১৩  জিঅার নং ১২০/২০। অাসামীরা জামিনে রয়েছে।  এ বিষয়ে লাদেন তার বোনের অনৈতিক কাজের বিষয় সত্য মমে অাদালতে একটি ঘোষনা পত্র এভিডেভিট করে দিয়েছে। স্থানীয় মহিলা  মেম্বর  সুফিয়া  বেগম  জানালেন অালিম সরদারের মেয়ে বাড়ীতে খারাপ কাজ করে এটা সত্য সবাই জানে।  এলাকা বাসী জানালেন দেহ ব্যাবসা ওদের (আলিম সরদারের) ব্যাবসা বাধাদিলে মামলা খেতে হয়।