মাস্ক বিতরন শুধু নয়, মাস্ক কিভাবে পড়তে হবে তা জানাতে হবে : খুমেক পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ

61

সিআইএন টিভি২৪ ডেক্স রিপোর্ট

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, “আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন” এর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী মাস্ক ও চকলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে খুলনা মেডিকেল কলেজ (৫০০ শয্যা ) এর সামনে কর্মসূচির উদ্বোধন করা হয়।

খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাওনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ এর পরিচালক ডাঃ এ টি এম মনজুর মোর্শেদ । এছাড়াও উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহ মামুনুর রহমান তুহিন গ্লোবাল খুলনার আহ্বায়ক ও আসকের সিনিয়ার সহ-সভাপতি, মােঃ মোস্তফা কামাল  আবু হামজা বাঁধন-সহ-সাধারণ সম্পাদক, মােঃ রাজু আহান্মেদ সহ সাধারণ সম্পাদক মােহাম্মদ কাজী শরিফুল ইসলাম মিঠু মোঃ আসলাম উদ্দিন সহ-সাংগঠনিক সম্পাদক, প্রমিলা রায় মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা, মোহাম্মদ বক্তিয়ার হোসেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক , মোঃ শহিদুল ইসলাম রকি সমাজ কল্যাণ সম্পাদক , মােঃ বেলাল হােসেন মোঃ রবিউল মুন্সি, মােঃ মমিনুর রহমান মেম্বার তথ্য অনুসন্ধান কর্মকর্তা, আব্দুল খালেক হাওলাদার রাজাক, মােহাম্মদ দুলাল আকন-সদস্য নুরুন্নবী আকন,সদস্য মহামুদুল হাসান শামিম, সাংবাদিক আল আমিন। 

এছাড়াও খুলনা মেডিকেলের আনসার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । কর্মসূচি চলাকালীন বাস-ইজিবাইক-টেক্সি-মোটর সাইকেল আরোহীদের ও সাধারণ মানুষের মাঝে ফ্রি মাক্স বিতরণ করা হয় এছাড়াও যাদের মুখে মাক্স পরিধান করা ছিল তাদেরকে চকলেট দেয়া হয়।