ছাত্রলীগ নেতা সৈকতের নেতৃত্বে মাস্ক ও লিফলেট বিতরন

99
আরিফুর রহমান সেতু, সিনিয়র স্টাফ রিপোর্টার।।
গত শুক্রবার (৯ ই এপ্রিল) সকাল ১০ টায় ঢাকা মহানগর উত্তর ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নাভিদ ইসলাম সৈকতের নেতৃত্বে গুলশান থানার ১৮ নং ওয়ার্ড এর বিভিন্ন স্থানে করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। ১৮ নং ওয়ার্ড এর নদ্দা, কালাচাঁদপুর, শাহজাদপুর ১৮ নং ওয়ার্ড অংশ সহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয় এবং লিফলেট এর মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। প্রচারণায় ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাভিদ ইসলাম সৈকত সহ ওয়ার্ড ছাত্রলীগের কর্মী ও সেচ্ছাসেবীরা উপস্থিত ছিল।
এলাকাবাসীর উদ্দেশ্যে ছাত্রলীগ সভাপতি সৈকত বলেন, করোনা মহামারীতে সারা বিশ্ব টালমাটাল অবস্থায় আছে। করোনার এই ভয়াল থাবায় আমরা প্রতিনিয়ত কারো বাবা মা, ভাই বোন, আত্নীয় স্বজন হারাচ্ছি কিন্তুও এই সব দেখেও আমরা সচেতন হচ্ছি না। আজ হয়ত আপনি ভালো আছেন কিন্তু আগামীকাল আপনিও করোনায় আক্রান্ত হতে পারেন। শুধুমাত্র প্রধানমন্ত্রী একা অথবা সরকারের একার পক্ষে কোনভাবেই মহামারী মোকাবিলা করা সম্ভব না। এই মহামারী মোকাবিলা করতে হলে সবাইকে একসাথে মোকাবিলা করতে হবে। তাই আসুন আমরা প্রতিনিয়ত সাবান দিয়ে হাত ধুই , মাস্ক পরিধান করি এবং সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে সামাজিক দূরত্ব মেনে চলি এবং অপরকেও মেনে চলতে উৎসাহিত করি, করোনা প্রতিরোধ করি।