এক ব্যাতিক্রম করোনা সম্মুখযোদ্ধা ফুলতলা থানার ওসি মাহাতাব উদ্দিন 

470
মোঃ আল আমিন খান , সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রতিদিনই করোনার ঝুঁকি মাথায় নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। জনগনের চোখে এখন সিনেমার হিরো নয় বরং বাস্তব হিরো পুলিশ। প্রতিদিনই করোনায় আক্রান্ত হচ্ছে জনগন। মৃত্যুর মিছিলেও নাম লিখিয়েছে অনেকেই। এই নির্মম বাস্তবতাকে মেনে নিয়ে খুলনা জেলার ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাতাব উদ্দিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জনগনকে সচেতন করা ও সরকারের সকল নিয়ম মেনে লকডাইন কে বাস্তবায়ন করাটাই হলো ফুলতলা থানার সকল পুলিশ সদস্যর লক্ষ্য।  মানুষকে সচেতন করা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ নানা ধরনের প্রশংসামূলক কর্মকান্ডের সাথে জড়িত ওসি মাহাতাব উদ্দিন। ফুলতলা বাজার পরিদর্শন সহ খেয়াঘাটে নিয়মিত চলছে পুলিশের তল্লাশি।
ফুলতলা উপজেলার বিভিন্ন বাজার, দোকান ও জনবহুল এলাকায় যেয়ে যেয়ে সাধারন মানুষকে বর্তমান করোনা পরিস্থিতি আবারো ভয়াবহ আকার ধারন করায় সকলকে স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থবিধী মেনে চলতে উদ্বুদ্ধ করছেন। এ সময় সাধারন মানুষকে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের নির্দেশনা অনুসরন করতে এবং সকলের মধ্যে সচেতনতাবোধ তৈরির আহবান জানায় ওসি মাহাতাব উদ্দিন।