করোনার বিষয় জনসচেতনতায় ব্যাস্ত সময় পার করছেন ফুলতলার ইউএনও

167
শেখ জিল্লুর রহমান, ফুলতলা থানা প্রতিনিধি।
রবিবার ফুলতলা উপজেলা প্রসাশন ইউএনও সাদিয়া আফরিনের নেতৃত্বে ফুলতলাতে রিপলেট,জনসচেতনতা মুলক প্রচার প্রচারণার কাজ করেন।
কোভিড-১৯ এর মহামারি দ্বিতীয় ধাপে বিকট প্রভাব বিস্তার করেছে বাংলাদেশে।তার ধারাবাহিকতায় দেশের জনগণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকার কতৃক কঠোর লকডাউন এর কর্মসুচি ঘোষণা করা হয়। ১ম রমাজন থেকে শুরু হয় লকডাউন এর কার্ঘক্রম।
আজ ৫ম দিন লকডাউন এর। প্রতিনিয়ত নিজে ঝুকিপূর্ণ অবস্থায় জনগণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কঠোর লকডাউন এর মধ্যে মাঠে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন। আজকে ফুলতলা বাজারের  বিভিন্ন স্থানে ইউএনও সাদিয়া আফরিনের নেতৃত্বে রিপলেট বিতারণ ও জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালায়।
এ সময় ইউএনও সাদিয়া আফরিন বলেন।ঘরে থাকুন সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। আপনি বাঁচলে, আপনার পরিবার বাঁচবে। আপনার পরিবার বাঁচলে আপনার সমাজ বাঁচবে। আপনার সমাজ বাঁচলে, দেশ বাঁচবে। আর দেশকে বাঁচানোর দায়িত্ব আপনার আমার সবার।
এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সাদিয়া আফরিন করোনা পরিস্থিতি আশংকাজনকহারে বৃদ্ধি পাওয়ায় সকলকে উপজেলা প্রশাসন ও সরকারের নির্দেশনা মেনে চলা, মাক্স ব্যবহারের অনুরোধ এবং অতীব জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ প্রদান করেন। লিফলেট বিতরণকালে পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, পুলিশসদস্য, আনছারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।