খানজাহান আলী থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনছার আলীর স্মরণে ইফতার ও আলোচনা অনুষ্ঠিত

79

মামুন মোল্যা।। খানজাহান আলী থানা প্রতিনিধি।।

শুক্রবার বিকালে খুলনার শিরোমনি আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে খানজাহান আলী থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব শেখ আনছার আলীর স্মরণে দোয়া, ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি মোড়ল মুজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও খুলনা মহানগর আওয়ামীলীগের সদস্য স.ম রেজওয়ান আলী, প্রেস ক্লাবের ‍উপদেষ্টা মো. আবু হামজা বাঁধন, প্রেস ক্লাবের সেক্রেটারী শেখ আসলাম হোসেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আনন্দ কুমার স্বর, মো. আবু দাউদ ইমরান, রেজোয়ান আকুঞ্জী রাজা, আল আমিন খাঁন, মামুন মোল্যা, আবু জাফর খাঁনসহ আরো অনেকে।

খানজাহান আলী থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারী শেখ আসলাম হোসেন তাঁর বক্তব্যে বলেন, শেখ আনছার আলী কে আমরা হারিয়েছি। তবে তাঁর স্মৃতি আমাদের আগামীর জন্য প্রেরণা হিসেবে থাকবে। আমরা এই প্রখ্যাত শ্রমিক নেতা ও সাংবাদিক আনছার আলীকে শুধু তাঁর মৃত্যু বার্ষিকীতে নয় প্রতিটি দিনিই স্মরণ করি। শেখ আসলাম আরো বলেন, আপনারা মরহুম শেখ আনছার আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন।

প্রধান অতিথি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম বলেন, আনছার আলী একটি প্রেরণার বাতিঘর। তাঁর সম্পর্কে কথা বলতে গেলে স্বল্প সময়ে বলা সম্ভব নয়। শুধু আপনাদের কাছে অনুরোধ শেখ আনছার আলীর প্রতিষ্ঠিত প্রেস ক্লাবটি যেন সমাজের ভাল কাজে সর্বদা নিয়োজিত থাকে। তাহলেই শেখ আনছার আলী আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন।

আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইফতার বিতরনের মধ্যে দিয়ে মরহুম আনছার আলীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক , সামাজিক ব্যাক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।