খুলনায় তরমুজের এবার বাম্পার ক্ষতি

112

মোহাম্মদ ওয়াহিদুজ্জামান
খুলনার দক্ষিনের অঞ্চল দাকোপ, চালনা, কাতিয়ানাংলা সহ বেশ কিছু জায়গায় এবার তরমুজের বাম্পার ক্ষতি হয়েছে। গত বছর অত্র এলাকায় তরমুজের বাম্পার লাভ হয়েছে, যার ফলে প্রকৃত কৃষক, মৌসুমী কৃষক উভয় অধীকহারে তরমুজ চাষ করে। কিন্তু অতিমাত্রায় তাপদাহ, অনা বৃষ্টি বা খরার কারনে এবারের চিত্র উল্টা। মাঠের পর মাঠ তরমুজের গাছ মরে যায়, ফল পঁচে যায়। যার ফলে গত বছর যারা লাভবান হয়েছিল, তারাই ক্ষতি গ্রস্থ হয়েছে। চাষিদের সাথে কথা বলে জানা গেছে খরা, অনাবৃষ্টি, মহামারি করোনার জন্য সারা দেশে লকডাউনের কারনে পাইকারী ক্রেতা আসেনী। তাই তারা এই বড় আকারের ক্ষতির কারনে। গত বছর যে তরমুজের ওজন ১০-১২ কেজি হয়েছিল, তা এবার ১-৩ কেজি হয়েছিল। রমজানের ফলে প্রথম দিকে কিছু লাভ হলেও, এখন আর নাই। এছাড়া শ্রমিকের সংকটও দায়ী এই ক্ষতির পেছনে