আকিজ গ্রুপের চেয়ারম্যানের পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

95
সৈয়দ আরাফাত হোসেন,
গতকাল বুধবার তালতলা, কলাবাগান, হাজী মোহাম্মদ মহসীন হল কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ বাদ আকিজ গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অধ্যায়নরত মেকানিক্যাল এবং কম্পিউটার বিভাগের প্রথম পর্বের ১০ জন অসহায় ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদেরকে আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সম্মানিত প্রধান উপদেষ্টা সেখ নাসির উদ্দিন (সিআইপি) মহোদয়ের পক্ষ থেকে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ এর প্রভাবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে প্রায় সবগুলো গ্রাম প্লাবিত হওয়ায় ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি সহ আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। এমতাবস্থায় অত্র প্রতিষ্ঠানের অধ্যায়নরত উক্ত এলাকার শিক্ষার্থীরা বাড়িতে থাকার কোনো পরিবেশ না থাকায় উক্ত ইউনিয়নের আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অধ্যায়নরত ১০ জন শিক্ষার্থীদেরকে অত্র প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে পরিচালিত হাজী মুহম্মদ মুহসীন হলে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়াও এ মুহূর্তে এ সকল শিক্ষার্থীদের বাসায় ফিরে যাওয়ার পরিবেশ নেই। অন্যদিকে হোস্টেলের মিল চালানোর আর্থিক সঙ্গতি না থাকার কারণে তাদের পরিবারের দুর্দশার কথা বিবেচনা করে এবং সেই সাথে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য হোস্টেলে অবস্থান ও মিল চালানোর আর্থিক সহায়তা প্রদান করার জন্য আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সম্মানিত প্রধান উপদেষ্টা, আমাদের সকলের প্রাণ প্রিয় ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সেখ নাসির উদ্দিন (সিআইপি) মহোদয়ের পক্ষ থেকে উক্ত প্রতিষ্ঠানের উপদেষ্টা ম. বেনজির আলী মোঘল, উইং কমান্ডার (অবসরপ্রাপ্ত) এবং উপাধ্যক্ষ, শেখ মাহমুদুন্নবী মহোদয়ের উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ এবং অসহায় দশজন শিক্ষার্থীদের প্রত্যেককে নগদ ৪,০০০ করে টাকা প্রদান করা হয়। যাদের মধ্যে ১। মোহাম্মদ আমানুল্লাহ (মেকানিক্যাল বিভাগ), ২। মোহাম্মদ আল মামুন (মেকানিক্যাল বিভাগ), ৩। মোঃ নাজমুল হোসেন (মেকানিক্যাল বিভাগ), ৪। মোঃ শাহরিয়ার হোসেন (মেকানিক্যাল বিভাগ), ৫। মোহাম্মদ ইজাজুল ইসলাম (মেকানিক্যাল বিভাগ), ৬। মোঃ আব্দুর রহমান (মেকানিক্যাল বিভাগ), ৭। মোঃ আবু বক্কর সিদ্দিক (মেকানিক্যাল বিভাগ), ৮। মোঃ হযরত আলী (মেকানিক্যাল বিভাগ), ৯। সাব্বির হোসেন (কম্পিউটার বিভাগ), ১০। মোঃ মাসুদ হায়দার (কম্পিউটার বিভাগ)। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত উপদেষ্টা ম. বেনজির আলী মোঘল মহোদয় সংক্ষিপ্তাকারে বক্তব্য প্রদান করেন এবং আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করেন। বক্তব্য প্রদানের সময় তিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ও তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে মন দিয়ে পড়াশোনা করে এজন্য জ্ঞানমূলক দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি যেন এ ধরনের মানব কল্যাণ মূলক কাজ অব্যাহত রাখতে পারেন এ আশাবাদ ব্যক্ত করেন। আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শেষে এ বছর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনি বৃক্ষ লাগিয়ে এবং তাতে পানি দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন। এছাড়াও হলে অবস্থানকালে প্রত্যেকটি কক্ষ রান্নাঘর থেকে শুরু করে সব জায়গা পর্যবেক্ষণ করেন ও প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডি.এম. রবিউল ইসলাম, হল সুপার, হাজী মোহাম্মদ মহসিন হল, মোঃ আসাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা, ইঞ্জি: মোঃ খায়রুল ইসলাম, বিভাগীয় প্রধান, মেকানিক্যাল বিভাগ, সৈয়দ আরাফাত হোসেন তাজ, প্রভাষক, আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সৈয়দ মাসুদুল কুদ্দুস, মোঃ ইমান আলী, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আহসান হাবীব, প্রভাষক, আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও হলে অবস্থানরত উক্ত প্রতিষ্ঠানে অধ্যায়নরত সকল শিক্ষার্থীরা। সবাইকে সবার জন্য দোয়া করার আহব্বান জানিয়ে উক্ত কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন ও হলের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং দুপুরের মধ্যাহ্নভোজ শেষে উপদেষ্টা মহোদয় হাজী মুহাম্মদ মহসিন হল ত্যাগ করেন।