ফুলতলায় লকডাউন চোখে পড়ার মতো

205
শেখ জিল্লুর রহমান। 
খুলনার ফুলতলা উপজেলা প্রশাসন ও থানা পুশিশের কঠোর নজরদারী ও নিরাপত্তার মধ্য দিয়ে ৭দিন কঠোর লকডাউনের প্রথম দিন আজ  অতিবাহিত হয়েছে।
সকাল থেকেই ফুলতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিনের নেতৃত্বে ফুলতলাতে পুলিশের নজরদারি ছিলো চোখে পড়ার মতো। ওসি মাহাতাব নিজে মাঠ পর্যায়ে থেকে নেতৃত্ব দিয়ে দিনব্যাপী জনসমাগম রোধ করার লক্ষে নিরালস ভাবে কাজ করেছেন।ওসি মাহাতাব জানান কঠোর এই ৭দিন ব্যাপি লকডাউনে ফুলতলা থানা পুলিশ সব সময়ে মাঠ পর্যায়ে কাজ করে যাবেন।পুলিশের টহল টিম পুরো থানার এরিয়াতে তাদের কাজ পরিচালনা করবে।ফুলতলা থানা পুলিশের এই কাজের ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে জানিয়েছেন ওসি মাহাতাব উদ্দিন।
আজ মঙ্গলবার সকাল ১১টায় করোনা সংক্রমন রোধে জেলা প্রশাসন ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর ৭দিনের লকডাউনের প্রথম দিন মঙ্গলবার খুলনা জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান, ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, ওসি মোঃ মাহাতাব উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ খুলনা যশোর মহাসড়কের শেষ সিমানা নামক স্থানে  ব্যারিকেট বসিয়ে তল্লাশিসহ নতুনহাট, বেজেরডাঙ্গা, শিরোমনি বাজারে পুলিশের কঠোর নিরাপত্তা ও নজরদারী অব্যাহত ছিল। বিকালে পুলিশের কঠোর অভিযানে বেশ কয়েকটি মটরসাইকেল জব্দ করা হয়।