ফুলতলায় কঠোর লকডাউন পালনে নিরলস কাজ করে যাচ্ছেন ওসি মাহাতাব উদ্দিন

93
শেখ জিল্লুর রহমান। 
প্রতিদিনই করোনার ঝুঁকি মাথায় নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। জনগনের চোখে এখন সিনেমার হিরো নয় বরং বাস্তব হিরো হিসেবে আছেন ফুলতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন ও তার পুরো টিম। ফুলতলাতে এখন  প্রতিদিনই করোনায় আক্রান্ত হচ্ছে অনেকঅনেক জনগন। মৃত্যুর মিছিলেও নাম লিখিয়েছে তার সংখ্যা ও কম নয়।
এই নির্মম বাস্তবতাকে মেনে নিয়ে খুলনা জেলার ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাতাব উদ্দিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জনগনকে সচেতন করা ও সরকারের সকল নিয়ম মেনে লকডাইন কে বাস্তবায়ন করাটাই হলো ফুলতলা থানার সকল পুলিশ সদস্যর লক্ষ্য।  মানুষকে সচেতন করা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ নানা ধরনের প্রশংসামূলক কর্মকান্ডের সাথে জড়িত ওসি মাহাতাব উদ্দিন। ফুলতলা বাজার পরিদর্শন সহ খেয়াঘাটে নিয়মিত চলছে পুলিশের তল্লাশি।
ফুলতলা উপজেলায় প্রায় যানবাহনশূন্য সড়ক, কিছু দোকান ছিল খোলা। পুলিশের কঠোর অবস্থানের মধ্য দিয়ে সর্বাত্মক লকডাউনের দিনগুলো কেটে যাচ্ছে।
লকডাউনের শুরু থেকেই ফুলতলায় লকডাউন কার্যকরে মাঠে সক্রিয়ভাবে ভূমিকা রেখে চলেছেন ফুলতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন। গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়েছে, অভিযানও চালাতে দেখা গেছে।
এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হওয়া কারণ জানতে চায় পুলিশ। যেসব পেশার মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন পুলিশের এ কর্মকর্তা