প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইস্টার্ণ জুট মিলের অফিস সহকারী শামীমুল ইসলাম

293

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইস্টার্ণ জুট মিলের রপ্তানী বিভাগে এল ডি এ পদে কর্মরত মো. শামীমুল ইসলাম এর বিরুদ্ধে গত ২৮ জুন ২০২১ ইং তারিখে সি আই এনটিভি২৪ নিউজ পোর্টাল ও দৈনিক ঢাকা রিপোর্টে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি শামীমুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান।
প্রেরিত প্রতিবাদে তিনি উল্লেখ করেন,“ একটি কুচক্রী মহল সাংবাদিক বন্ধুদের ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশনে সহায়তা করেছে, যা আদৌ সঠিক নয়। অন্যদিকে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার রটাচেছ বিভিন্ন মহলে। যা সম্পূর্ন গুজব এবং কাল্পনিক।  এছাড়া চাকরি জীবনে আমি সৎ ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। বিজেএমসি’র খুলনা জোনের ইস্টার্ণ জুট মিলে দীর্ঘ প্রায় একযুগ ধরে শ্রম বিভাগ, উৎপাদন বিভাগ সর্বশেষ রপ্তানী বিভাগে  এল ডি এ পদে কাজ করে যাচ্ছি। আমার জানামতে দাপ্তরিক কোন কাজে চুল পরিমান অনিয়ম আমি কখনও সমার্থন করেনি। বরং মিলের বিভিন্ন ক্রান্তিলগ্নে সাহসিকতার সাথে এবং আমার দক্ষতাকে কাজে লাগিয়ে আমার উপর অর্পিত সকল দায়িত্ব পালন করেছি। আমার যোগদানের পর প্রতিটি প্রকল্প প্রধান আমার দাপ্তরিক কাজে সন্তুষ্ট ছিলেন। এছাড়া মিলের সকল শ্রমিক, কর্মচারী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আমার সম্পর্কের কোন টানাপোড়েন ঘটেনি। বরং প্রত্যেকের সাথে আমার ভাল সম্পর্ক রয়েছে।
মিলের শ্রম দপ্তরে কর্মরত থাকাকালী কোন ভাবেই বদলি গেট পাশ করিয়ে দেওয়ার সাথে আমার সম্পৃক্ত থাকতে পারে না। কারণ আমি কোন উচ্চপদস্থ কর্মকর্তা নই। আমার কর্তৃপক্ষ আমাকে যখন যে বিষয় নির্দেশনা দিত, আমি শুধু সেই নির্দেশনা অনুসরন করতাম। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সঠিক নয়।
সুতরাং, আমি আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। আশা করি সংবাদকর্মী বন্ধুদের সাথে ভবিষ্যতে আমার সাথে আরো হৃদরতা সম্পর্ক বজায় থাকবে।
প্রতিবাদ প্রেরণে
শামীমুল ইসলাম
এল ডি এ , রপ্তানী বিভাগ। ইস্টার্ণ জুট মিল।