আফিলগেটে জুয়া খেলার অপরাধে ইউপি মেম্বর হুমায়ুন সহ আটক ৫

386

খানজাহান আলী থানা প্রতিনিধি।।

সারাদেশ যখন কঠোর লকডাউনের চাদরে ঢাকা। দু, মুঠ ডাল ভাতের চিন্তায় মানুষের মাঝে হা হা করে পড়ে গেছে । শিল্পনগরী খুলনার মানুষ লকডাউনে গৃহবন্দি। ঠিক এই সময়ে যদি কোন  জনপ্রতিনিধি জনগনের খোঁজ না নিয়ে  জুয়া খেলায় ব্যাস্ত থাকে । তাহলে সাধারন মানুষের আর কোন ভাষা থাকে না। কথা বলছি আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম ওরফে হুমায়ুনের কথা।  এই তো কয়েকদিন আগেই একটি মারামারি ঘটনায় জেলহাজত থেকে জামিনে বেরিয়ে এসেছিলেন হুমায়ুন মেম্বর।

তারপর আজ ১জুলাই বৃহস্পতিবার রাত  সাড়ে ১২টার দিকে খানজাহান আলী থানার আটড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স আফিলগেট আব্দুল মজিদ খাঁ এর বাড়ি থেকে হুমায়ুন মেম্বর সহ মোট ৫জনকে জুয়াখেলারত অবস্থায় গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন মঞ্জুরুল ইসলাম ওরফে হুমায়ুন কবির (৪৪), মাসুদ রানা (২৬), সাদ্দাম হোসেন (২৮), নূরুল শেখ (২৭), রাজু হোসেন (২৫) । এদের সকলের বাড়ি খুলনার খানজাহান আলী থানার আটরা এলাকায়। আটকের সময় জুয়াড়ীদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তথ্যমতে আটককৃত জুয়াড়ীরা দীর্ঘ দিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে দেধারছে জুয়ার আসর বসাতো।

খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, আটকৃত ৫জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু হচ্ছে।