পূর্ব রুপসায় নম্বরবিহীন বালুর ট্রাক চলছে অবাধে : পরিবেশ দূষণ, নিরব প্রশাসন

103

আবু দাউদ ইমরান।। ডেক্স রিপোর্ট।

খুলনার পূর্ব রুপসায় খানজাহান আলী সেতু সংলগ্ন এলাকায় প্রতিদিনই অসংখ্য নম্বরবিহীন অনিবন্ধিত ট্রাক বালু লোড দিয়ে যাতায়াত করছে। খোলাভাবে বালু ভর্তি ট্রাক যাতায়াতের কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। অন্যদিকে সড়ক দূর্ঘটনার সম্ভাবনা বেড়ে চলছে। প্রশাসনের নাকের ডগায় ট্রাকগুলো চলাচল করলেও কোন কর্ণপাত করছে না খুলনা জেলা ট্রাফিক এবং হাইওয়ে থানা পুলিশ। এদিকে বালু ভর্তি ট্রাক চলাচলের সময় বাতাসে বালু উড়িয়ে নিয়ে যায়। ট্রাকের পিছনে যারা অন্যান্য যানবাহন থাকলে ড্রাইভারদের মারাত্মকভাবে ব্যাঘাত ঘটে। তথ্যমতে, রুপসা সেতুর টোলঘরের  পাশে জনৈক এক বালু ব্যবসায়ির বেড বালুর ডিপো থেকে বেশিরভাগ ট্রাকগুলো যাতাায়াত করে।

তাই বিষয়টি বন্ধকল্পে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।