বিধি-নিষেধ না থাকায় বাস টার্মিনাল ও লঞ্চঘাটে ভিড়

28

রাত ১২টা থেকে উঠে যাচ্ছে সরকার ঘোষিত বিধি-নিষেধ। চলাচল শুরু করতে যাচ্ছে গণপরিবহন। বিধি-নিষেধ না থাকায় বাস টার্মিনাল ও লঞ্চঘাটে ভিড় করতে শুরু করেছে মানুষ। রাতে বাসে করে অনেকে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। সদরঘাটেও বিকাল থেকে মানুষের ভিড় দেখা গেছে। কেউ যাচ্ছেন টিকিট কিনতে আবার কেউ যাচ্ছেন বাড়ি ফেরার উদ্দেশ্যে।
ইতোমধ্যে ঈদ যাত্রা শুরুর প্রস্তুতি নিয়েছে আন্তঃজেলার বাস, লঞ্চ ও ট্রেন। সরকার ৮ দিনের জন্য শর্তসাপেক্ষে সব কিছু খুলে দেয়ায়, পরিবারের সঙ্গে কোরবানি ঈদ কাটাতে আগেভাগেই ঢাকা ছাড়বেন অনেক মানুষ।

বুধবার সকাল থেকেই রাজধানীতে বেড়েছে মানুষের ব্যস্ততা। গণপরিবহন না থাকলেও সড়কে দেখা গেছে যানজট। মানা হয়নি স্বাস্থ্যবিধি। বাসের অগ্রিম টিকিটের জন্য সকাল থেকেই বাস কাউন্টারগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। সদরঘাটেও লঞ্চের কেবিন বুকিং দিতে জড়ো হন যাত্রীরা। এর আগে গত ১৪দিন টার্মিনালে কোন লঞ্চ ঘাটে না ভিড়লেও বুধবার দুপুরের পর থেকে পল্টুনে ভিড়েছে একাধিক লঞ্চ। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে ট্রেন চলাচল।

শুধু অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারছেন যাত্রীরা। শুরুতে কিছুটা জটিলতা থাকলেও আজ স্বাভাবিকভাবেই টিকিট কাটতে পারছেন যাত্রীরা। অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন পরিচালনার তথ্য জানিয়েছে রেলওয়ে।