ফকিরহাট সংবাদ

44

ফকিরহাটে সাংবাদিকের বোন সহ চার জনের মৃত,
প্রেস ক্লাবের শোক প্রকাশ

বাদশা আলম ফকিরহাট থেকেঃ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় করোনা উপর্সগ ও স্ট্রোকে সাংবাদিকের বোন সহ ৪ জনের মৃত হয়েছে। ফকিরহাট উপজেলা প্রেস ক্লাবের কার্য নির্বাহি সদস্য সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান দুলু এর বড় বোন মিরুনা বেগম ৬৫ করোনা উপর্সগ নিয়ে, বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার দুপুরে মৃত বরন করেছেন, (ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রজিউন) তার বাড়ি পাগলা শ্যাম নগর। মৃত কালে ১কন্যা, ১ পুত্র, স্বামী সহ অসংখ্য গুন গ্রাহি রেখে গেছেন। একই দিনে বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামের আঃ মালেক শেখ ৭২ মঙ্গলবার দিবাগত রাত্রে ১১.৩০মিনিটে স্টোক করে নিজ বাড়িতে মৃত বরন করেন মৃত কালে ১কন্যা, ৪ পুত্র, স্ত্রী সহ অসংখ্য গুন গ্রাহি রেখে গেছেন। বেতাগা ৫নং ওয়ার্ডের অশিত মাষ্টারের পিতা অমর দাশ ৭৮ বার্ধ্যক জনিত কারনে নিজ বাড়িতে এন্তেকাল করেন। এছাড়া সুকদাড়ায় নবাবপুর গ্রামে ডাঃ আবু সাইদের ভাবি সুফিয়া বেগম ৬৫ করোনা উপর্সগ নিয়ে শেখ আবুনাসের বিশেষায়ীত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮ টার সময় মৃত বরন করেন (ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রজিউন)। এসকল ব্যাক্তি বর্গের ও সাংবাদিক দুলুর বড় বোনের মৃততে ফকিরহান উপজেলা প্রেস ক্লাবের শোক প্রকাশ জানিয়ে বিবৃতি দিয়েছেন, সভাপতি শেখ ফারুক হোসেন, সহ-সভাপতি মান্নাদে, শেখ আজমল হোসেন, সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত মনিরুজ্জামান মনির, যুগ্ন সাধারন সম্পাদক সুমন দে, এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হাওছান টিটু, অর্থ সম্পাদক ফকির মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সুমন কর্ম্বকার, পিকে অলক, বাদশা আলম, সৈয়দ অনুজ, মোঃ হুমাউন কবির, কার্যনির্বাহি সদস্য খান মাহমুদ আরিফুল হক, মোঃ মাহবুবুর রহমান দুলূ, মোঃ কামরুল হাওছান হিরক, মোঃ মোজাহিদুর রহমান, ডাঃ এস.কে. নাজমুল ইসলাম, সদস্য শেখ আজমল হোসেন, মোঃ সাইদুর রহমান, ইমরান শিখদার, সনাতন কর্ম্বকার, হিরামন দেবনাথ, দাুদ হায়দার বাবু, মোঃ বিল্লাহ খাঁন প্রমুখ। উলেখ্য মরহুম ও মরহুমাদের রুহের মাগফিরাত কামনা সহ দোয়া করাহয় এবং শোকাহত পরিবারের প্রতি গভির সমবেদনা জানান।

ফকিরহাটে ভাসমান দরিদ্রদের
মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টায় লকডাউনে ভাসমান হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপরোক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকলে অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডাঃ শাহরিয়ার শামিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, ইউপি সদস্য মো: সাইফুল ইসলাম ও সহকারি অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত প্রমূখ। ##

ফকিরহাটে অক্সিজেন ব্যাংক ও
ভ্যাকসিন নিবন্ধন বুথের
উদ্বোধন

বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলামের নিজস্ব উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবার প্রয়াসে পিলজংগ অক্সিজেন ব্যাংক ও ভ্যাকসিনের ফ্রি-নিবন্ধন কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক ও পিলজংগ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অমল দত্ত মনি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ আছাবুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সমীর কুমার বাকচী ও ছাত্রলীগ নেতা এস এম মোক্তার হোসেন প্রমুখ। ##

ফকিরহাট থেকে চুরি যাওয়া গরু তিনটি উদ্ধার, আটক তিনজন

বাদশা আলম ফকিরহাট থেকেঃ বাগেরহাটের ফকিরহাট থেকে অসহায় এক পরিবারের চুরি যাওয়া তিনটি গরু অবশেষে খুলনার দৌলতপুর থেকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে দৌলতপুর এলাকা থেকে গরু তিনটি উদ্ধার করা হয়েছে। এসময় তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল আ: খালেক হাওলাদারের ছেলে জুয়েল রানা (৪০), মৃত মকসেদ বিশ্বাসের ছেলে কামরুল বিশ্বাস (৪৫) ও ইব্রাহিম বিশ্বাসের ছেলে ইকরাম বিশ্বাস (৩৩)। আটককৃতরা সকলে দৌলতপুর এলাকার বাসিন্দা।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে তারা গরু তিনটি ক্রয় করেছে। তবে স্থানীয়একটি চক্র এই চুরির সাথে জড়িত রয়েছে। তাদের আটককের জোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১০জুলাই ভোররাতে উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের সংবাদপত্র বিক্রেতা সদ্য প্রয়াত গোপাল মিত্রের গোয়ালঘর থেকে গরু তিনটি চুরি করে নিয়ে যায় চক্রটি। মৃত গোপাল মিত্রের পুত্র অপুর্ব মিত্র নিজ বাদী হয়ে মডেল থানায় একটি মামলা করেন।
অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম, গরু উদ্ধার ও তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিবলেন দীর্ঘদিন ধরে ফকিরহাট ও আশপাশ অঞ্চলে একটি চক্র গর চুরি করে আসছে। অবিলম্বে তাদের আটকের জোর চেষ্টা করছেন