কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চলাচল

36

ঈদের পর শুরু হওয়া কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চলাচল। পুলিশের তল্লাশি চৌকিতে অনেকটা ঢিলেঢালাভাব দেখা গেছে। ফলে নানা অজুহাত দেখিয়ে নির্বিঘ্নে চলাফেরা করছেন সাধারণ মানুষ। ‘জরুরি’ প্রয়োজনে বের হওয়া মানুষের সংখ্যাও আজ তুলনামূলক বেশি দেখা গেছে। এছাড়া সাপ্তাহিক প্রথম কর্মদিবস হওয়ায় ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রোবাস ও রিকশার চাপ বেড়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর রামপুরা, বাড্ডা, উত্তরা, যাত্রাবাড়ী, গাবতলী, আগারগাঁও, মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, গুলিস্তান, মতিঝিল, পল্টনসহ বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীর সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। তারা চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে বাইরে আসার কারণ জানতে চাইছে। ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও অব্যাহত আছে।