রামপালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ঔষধ দোকানির জরিমানা

28

মোস্তফা কামাল । রামপাল থানা  প্রতিনিধি।

সারাদেশে সরকারের ঘোষিত লকডাউনের আজ ১১তম দিনে রামপাল উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব কবির হোসেন ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় সকাল ১১টা হতে দুপুর ২টা পযন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।এ সময় মাস্ক না পরায় ঝনঝনিয়া বাজারের এক ওষুধ দোকানিকে একহাজার টাকা জরিমানা করাহয়।এ ছাড়াও উপজেলার বাবুরবাড়ি বাসষ্ট্যান্ডের আর এক ওষুধ দোকানিকে মাস্ক না পরায় একহাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনা সদস্যরা উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিজান প্ররিচালনা করেন এবং সাধারণ জনগনকে অযথা ঘুরাঘুরি করতে নিষেধ করেন এবং সামাজিক ও শারিরীক দূরত্ব বজায় রাখতে বলেন।এবং করোনা ভাইরাস এর সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে মাস্ক ব্যবহার করতে বললে।