খুলনায় করেনায় মৃত্যু ও সংক্রমনের সংখ্যা অর্ধেকের নীচে,  ৫ হাসাপাতালে ৫৬৫ বেডে চিকিৎসা নিচ্ছে ৩১৭ জন

49

বাবুল আকতার, খুলনা থেকে ঃ

প্রতিদিনই খুলনায় কমতে শুরু করেছে করোনায় মৃত্যু ও সংক্রমনের সংখ্যা । গেল জুলাই্ মােেস আক্রান্তর সংখ্যা প্রায় অর্ধেকের নীচেয় কমেছে। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত সরকারী বেসরকারী হাসপাতালে তাদের মৃত্যু হয়। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৮ জন। এদিকে খুলনার সরকারী বেসরকারী ৫টি হাসপাতালের ৫৬৫ বেডের অনুকুলে করোনায় আক্রান্ত হয়ে বর্তামানে ৩১৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। খুলনা সিভিল সার্জনের পক্ষে মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রন) ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ , ২৫০ শয্যা (খুলনা সদর) , শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত, বেসকারী গাজী মেডিকেল, সিটি মেডিকেল কলেজ হাসাপাতাল ও পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা ৬ , ঝিনাইদাহ ১ ও চট্রগ্রাম জেলার অধিবাসী ১ জন। ডাঃ ঊষা বলেন, গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৩২ জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন । খুলনার ৯ উপজেলা সহ বেসরকারী হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনা সনাক্ত হয়। তিনি আরো বলেন, খুলনা ৫ টি হাসপাতালে ৩১৭ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন । নমুনা পরীক্ষা অনুযায়ী বর্তমানে খুলনায় করোনা সংক্রমনের হার ১৭ শতাংশ। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনে হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জন খুলনা ও ১ জন চট্রগ্রাম জেলার অধিবাসী। তিনি জানান, এ হাসাপাতাল থেকে সুস্থ্য হয়ে ২৭ জন ছাড় পত্র নিয়েছেন। গত ২৪ ঘন্টায় ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ১১৯ জন রোগী হাসাপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে রেড জোনে ৪১, ইয়ালো জোনে ৪৬ , এইচডিইউতে ১৩ ও আইসিইউতে ১৯ জন । খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ডাঃ প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে ১ জনের মৃত্যু হয়েছে। হাসাপতাল থেকে সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়েছেন ৩জন। এ ছাড়া হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ জন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ৩৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এ সব রোগীদের মধ্যে আইসিইউতে ১০ ও সাধারন বেডে ২৯ জন রয়েছেন। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে ৮ জন ছাড়পত্র নিয়েছেন । নতুন রোগী হাসাপাতালে ভর্তি হয়েছেন ৩ জন । তিনি আরো জানান, বর্তমানে ৩৯ জন রোগী করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন । এদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৪ জন মহিলা