ফকিরহাট ও তার পার্শ্ববর্তী তে অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে

31

বাদশা আলম (ফকিরহাট প্রতিনিধি) বাগেরহাট

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা ও তার পার্শ্ববর্তী তে বর্তমান সময় ডাকাতি, ছিনতাই, চুরি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে, বেশির ভাগ অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে সচেতন মহল ও ভুক্তভোগীদের অভিযোগ, ভুক্তভোগীরা জানান ফকিরহাটের সুখদাড়া মকবুল আলী সড়কের দক্ষিনে ঠিকাদার মোহাম্মদ কামাল হোসেনের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে তার বাড়ি থেকে ডাকাত দলেরা নগদ অর্থ স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মালামাল লুটে নিয়েছে এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে, গত ১৬/৮/২০২১ ইংরেজি সোমবার দিন দুপুরে শহিদুল ইসলাম চেয়ারম্যান এর পোল্ট্রি ফার্মের সামনে ডাক্তার শতরূপার গলায় থাকা চেইন ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়, এ ঘটনার পর প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ভুক্তভোগী জানান, বেতাগা মাসকাটা দাসপাড়া প্রভাস এর বাড়িতে অজ্ঞাত চোরেরা কিছু মালামাল চুরি করে নিয়েছে, ধনপোতা মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সন্নিকটে লিটন ও নূর মোহাম্মদ শেখ এর দুটি দোকানে গভীর রাতে অজ্ঞাত চোরেরা দোকানের মালামাল ও নগদ অর্থ নিয়েছে বলে জানান, ধনপোতা গ্রামের আব্দুল ওহাব এর রাইস মিলের বিদ্যুৎ সংযোগের পোল  থেকে ট্রান্সমিটার দুর্বত্তরা চুরি করে নিয়েছে, একই গ্রামের মহাসিনের মুরগির ঘর থেকে হাঁস মুরগি চোরের চুরি করে নিয়েছে, কাটাখালি কামাল ড্রাইভার এর একটি লাল রঙের অ্যাপাচি মোটরসাইকেল দুর্বৃত্তরা চুরি করে নিয়েছে , সোনাতুনিয়া কদমদি গ্রামের এনামুল এর চারটি  গরু দুর্বৃত্ত চোরেরা চুরি করে নিয়েছে বলে তিনি জানান, কিছুদিন পূর্বে বেতাগা  কেন্দ্রিয় জামে মসজিদের দান বাক্স থেকে চোরেরা টাকা চুরি করে নিয়েছে এ নিয়ে চোর শনাক্ত হলেও চোরেরা  এলাকাছাড়া বলে মসজিদ কমিটির পক্ষ থেকে জানিয়েছেন, ,শুভদিয়া কচুয়া গ্রামের হতদরিদ্র তোরাব আলির একটি ভ্যান গাড়ি চোরেরা চুরি করেছে এতে ওই পরিবার হতাশায় ভুগছেন, এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য ঘের ও পুকুরে কীটনাশক প্রয়োগ করে অনেক মৎস্য চাষীদের দুর্বৃত্ত চোরেরা সর্বস্বান্ত করে দিয়েছে,

বেতাগা ইউনিয়ন এর মাসকাটা গ্রামের ভ্যান চালক মোহাম্মদ আলী শেখের একটি ভ্যান গাড়ি  অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়েছে, ধনপোতা বেইলী ব্রীজের সন্নিকটে সিরাজুল ইসলাম মোড়লের বেশ কিছুদিন পূর্বে  দোকান থেকে একটি এলইডি টিভি ও নগদ অর্থ চোরেরা চুরি করে নিয়েছে, চাকুলি বিলে তৌফিক হালদারের  মৎস্য ঘেরে গত কয়েকদিন আগে দুর্বৃত্ত চোরেরা কীটনাশক প্রয়োগ করে লক্ষাধিক ( চারা) গলদা বাগদার ক্ষতি সাধন করেছে, এই ভুক্তভোগীদের সাথে এ প্রতিনিধির আলাপকালে বলেন আমরা প্রশাসনের নিকট অভিযোগ দিব কিন্তু আমরাতো দুর্বৃত্তদের দেখিনি, আরো বলেন এলাকার চিহ্নিত দুর্ধর্ষ দুর্বৃত্তরা যারা আছে তাদের বিষয়ে কথা বললে আমাদের স্বাভাবিক জীবনযাপনে চলতে সমস্যা হবে বলে ভুক্তভোগীরা জানান, এই অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে শুভদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জীব কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অত্র এলাকায় বর্তমানে নিয়মিত টহল জোরদার অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান। বর্তমানে অত্র এলাকার পরিস্থিতি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট এই সঙ্ঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করছেন উপজেলার সচেতন মহল ।