ফকিরহাটের সংবাদ

47
   ফকিরহাটে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক

    মুক্ত সমাজ গঠনের লক্ষে সভা

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে বিট পুলিশিং কমিটির সভা রবিবার সকাল ১১টায় লখপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম ডি সেলিম রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কনক কুমার মন্ডল। কমিটির সাধারন সম্পাদক মোঃ জাহিদ ইকবাল এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস, শিক্ষক এমএম সুকুর আলী খান, যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ, আলমগীর হোসেন, ইমরান হোসেন শিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রেজা, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম, মোঃ মোশারেফ হোসেন, ইউপি সদস্য হুমায়ুন কবির, আরিদ হোসেন, বজলুর রহমান মোড়ল, ফিরোজ খান ও সংরক্ষিত মহিলা সদস্যা খুকুমনি বেগম। সভায় সন্ত্রাস জঙ্গিবাদ চুরি ডাকাতি ছিনতাই সংঘর্ষ ও মাদকমুক্ত এলাকা গঠনের লক্ষে বিন্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি রাজনৈতিক নেতর্ৃবৃন্দ সহ সুশীল সামাজের বিভিন্ন নেতর্ৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পিলজংগের একটি রাস্তা মেরামতের
অভাবে জনগনের সিমাহীন দুভোর্গ

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের পিলজংগ ৫নং ওয়ার্ডের একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ কাচারাস্তা দীঘদিনেও সংস্কার না করায় স্থানীয় জনগনের মধ্যে চরমে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অতিদ্রুত কাচা রাস্তাটি সংস্কার বা মেরামত করার জন্য স্থানীয় জনগন উর্দ্ধতন কর্মকতার্দের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, পিলজংগ ইউনিয়নের পিলজংগ ৫নং ওয়ার্ডের মোঃ মহিউদ্দিন মোড়লের বাড়ীর সামনে হতে কাচা রাস্তাটি বারিক মোড়লের বাড়ি হয়ে পুনঃরায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে মিশেছে। কাচা রাস্তাটি আধা কিলোমিটার লম্বা হলেও কোন স্থানে বালু বা ইটের সলিং নাই। ফলে বষা মৌসুমে ২শত পরিবারকে হাটা-সমান জলকাদা ভেঙ্গে স্কুল কলেজ মসজিদ মাদ্রসা এমনকি হাট-বাজারে যাতায়াত করতে পোহাতে হচ্ছে সিমাহীন দুভোর্গ।
স্থানীয় আবুল কালাম মোড়ল ও শরিফুল ইসলাম মহসিন সহ একাধিক ব্যাক্তিরা বলেন, রাস্তার প্রবেশ মুখে ছোট একটি পুকুর রয়েছে। সেই পুকুরের পাড় ভেঙ্গে রাস্তার অর্ধেক অংশ পুকুরে চলে যাওয়ায় স্থানীয় ইউপি সদস্য সাধন কুমার দে জনগনের চলাচলের জন্য বাঁশের পাইলিং করে সেখানে কিছু বালু দিয়ে ভরাট করে দেয়। যার কারনে এখন রাস্তাটি দিয়ে চলাচল করা একটু সুবিধা হয়েছে। বাকি রাস্তায় হাটু-সমান কাদা। এই জল কাদা ভেঙ্গে শিক্ষাথর্ীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেনা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য এলাকাবাসি উর্দ্ধতন কর্মকতার্দের হস্তক্ষেপ কামনা করেছেন