শিরোমনি বিসিক শিল্প নগরীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে  খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

35
মামুন মোল্লা, খানজাহান আলী থানা প্রতিনিধি(খুলনা)
 খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন বিসিক শিল্প নগরী শিরোমনিতে বিসিক শিল্প নগরী খুলনা ও শিল্পনগরীর শিল্প মালিকগণ  এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠান ৩০ শে আগস্ট সোমবার বেলা ২ টায় অনুষ্ঠিত হয়। কাজী মাহবুবুর রশিদ উপসচিব ও আঞ্চলিক পরিচালক বিসিক এর সভাপতিত্বে ১২০০ দুস্থ ও অসহায় লোকের মধ্যে সামাজিক দুরত্ব  মেনে খাবার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাদেকুর রহমান এডিসি শিক্ষা ও আইসিটি খুলনা জেলা প্রশাসন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আবির হোসেন ডিজিএম বিসিক জেলা কার্যালয় খুলনা, শেখ মনিরুল ইসলাম চেয়ারম্যান ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ, কবির হোসেন শিল্প মালিক, মাওলানা মুজিবুর রহমান মোল্লা শিল্প মালিক, ইশতিয়াক আহমেদ শিল্প মালিক, মোহাম্মদ শেখ আব্দুল হক শিল্প মালিক, শেখ রিয়াজুল ইসলাম শিল্প মালিক, পুলক কুমার মন্ডল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খুলনা জেলা, ফেরদৌস ভূঁইয়া মালিক আইয়ান জুটমিল।
প্রধান অতিথি সাদেকুর রহমান তার বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হত্যার সাথে জড়িত সকল ষড়যন্ত্রকারীদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। তিনি আরো বলেন স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন গল্প আপনারা আপনাদের সন্তানের সামনে তুলে ধরবেন। তিনি বিসিক এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর উপর গল্প-কবিতা ছবি আঁকা প্রতিযোগিতা করার আহ্বান জানান এবং জেলা প্রশাসন থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
বিসিক জামে মসজিদের ইমাম মাওলানা মুজিবুর রহমান মোল্লা এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে শান্তিপূর্ণভাবে দোয়া অনুষ্ঠান শেষ করে খাবার বিতরণ করা হয়।