২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩০ জন হাসপাতালে ভর্তি

24

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন ২৮৪ জন।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এর আগে, এ বছরের ১৭ আগস্ট একদিনে সর্বাধিক ৩২৯ জন ডেঙ্গু রোগী ভর্তির তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৪৮ জন।

হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার কারণ হিসেবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মহামারি নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগের সাবেক প্রধান (আইসিডিডিআরবি) ডা. আনোয়ারুল ইকবাল বলছেন, ডেঙ্গু বেড়ে যাওয়ার পেছনে আমরাই দায়ী। যেহেতু ডেঙ্গু মূলত শহরাঞ্চলের রোগ, আর শহরাঞ্চলে এসি থেকে নিঃসৃত পানি, ফুলের টব, টায়ার, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিসহ নানান ভাবে পানি জমে থাকে। আর পরিষ্কার পানি জমে থাকলেই ডেঙ্গুর লার্ভা তৈরি হবে।

তিনি আরও বলেন, আমরা বাসা বাড়িতে জমে থাকা পানি পরিষ্কার করি না। যদিও অনেকেই জানে জমে থাকা পানিতে ডেঙ্গুর লার্ভার তৈরি হয়। এখন অনেকে বলবে সিটি কর্পোরেশনের দায়িত্বের কথা। অবশ্যই সিটি কর্পোরেশনেরও দায় আছে। তবে আমাদেরও সচেতন হতে হবে। সবাই মিলে কাজ করলেই তবে ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৩১ জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৯৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন।