ঐতিহ্যবাহী আকিজ সিটি ইলিশ মেলা

62

(অভয়নগর) প্রতিনিধি:

বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইলিশ। ভোজনরসিক মানুষের পাতে বর্ষাকালে ইলিশ থাকবে না বিষয়টি ভাবা যায় না। আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ। কারণ এটি স্বাদে, গুণে অতুলনীয়। সেই সঙ্গে পুষ্টিতেও ভরপুর। ইলিশ মাছের গুরুত্ব বিবেচনা করে আজ বৃহস্পতিবার দুপুর ১২:৩০ মিনিটে আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব সেখ নাসির উদ্দিন (সিআইপি) মহোদয় সম্মানিত বিদেশী মেহমানদের উপস্থিতিতে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ কে কেন্দ্র করে আকিজ সিটিতে আয়োজিত দশ (১০) দিনব্যাপী আকিজ সিটি ইলিশ মেলা ২০২১ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে চেয়ারম্যান মহোদয় অতিথিদের নিয়ে গেটে ফুলের ফিতা কাটেন, দোয়া ও মোনাজাত নিজে পরিচালনা করেন। পাশাপাশি বেলুন উড়িয়ে অতিথিদেরকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করেন। পরবর্তীতে অতিথিবৃন্দ একে একে মেলার সাফল্য ও বরকত কামনা করেন। শুরুতেই মাননীয় চেয়ারম্যান মহোদয় মেলার উদ্বোধন ঘোষণা করেন। পাশাপাশি প্রতিশ্রুতি প্রদান করেন আজ থেকে আগামী ১০ দিনের মধ্যেই ইনশাআল্লাহ আকিজ জুট মিলস্ লিমিটেড পূর্ণাঙ্গ ভাবে চালু করে দেয়া হবে। যাতে করে গরীব, অসহায় ও দরিদ্র মানুষ হালাল রুজি উপার্জন করতে সক্ষম হয়। অনুষ্ঠান উদ্বোধন কালীন সময়ে অতিথিবৃন্দ ও মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেন, লোভনীয় বড় বড় মাছের এক বিশাল প্রদর্শনী। ইলিশ মাছের মেলা! নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে বড় বড় মাছের কাল্পনিক সব সংগ্রহ। এ কল্পনাকে বাস্তবে নিয়ে এ বছরে শরৎ এর শুরুতে অনুষ্ঠিত আকিজ সিটিতে ঐতিহ্যবাহী ইলিশ মাছের মেলা ২০২১। এ যেন কেবল একটি মেলা নয় বরং তার চেয়েও বেশী কিছু। নামে মাছের মেলা হলেও কী নেই এতে! বড় বড় আর লোভনীয় মাছের বিশাল সংগ্রহ, প্রদর্শনী আর বিকিকিনি, সংসারের যাবতীয় প্রয়োজনীয় উপকরণ, বিনোদনের জন্য ঘোড়ার গাড়ি, নাগরদোলা ইত্যাদি। কিন্ত এ সবকিছু ছাপিয়ে যায় যখন এ মেলা হাজার মানুষের মিলনমেলায় পরিণত হয়। বক্তব্য শেষে বিদেশী মেহমান সহ সবাইকে নিয়ে চেয়ারম্যান মহোদয় স্টল ঘুরে দেখেন এবং বৃহৎ প্রশংসা করেন। পরবর্তীতে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু ওর সুস্থতা কামনা করে মেলা থেকে বিদায় নেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার অভয়নগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান, অভয়নগর থানার অফিসার ইনচার্জ কে এম শামীম হাসান সহ আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুল হাকিম, এক্সেকিউটিভ ডিরেক্টর, আকিজ জুট মিলস্ লিমিটেড, জনাব আবু জাফর পরামানিক, ডিজিএম, এজেএমএল, জনাব জেসমিন সুলতানা লাজ, এডভাইজার (ডেভেলপমেন্ট) এজেএমএল। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ স্থানীয় ও বাইরে থেকে আগত আরও অসংখ্য অতিথিবৃন্দ