অভয়নগরে চাকই বাজারের দুদিনে দুই ব্যবসায়ির মৃত্যু

67
মেহেদী হাসান ইরান (জেলা প্রতিনিধি যশোর)
যশোর অভয়নগর উপজেলার ভৈরব উত্তর পূর্বাঞ্চলের বৃহৎ বাজার মরিচা চাকই বাজারের বিশিষ্ট স্যনেটারি ব্যবসায়ি রবিউল সরদারের পিতা ব্যবসায়ি সত্তার সরদার ও চায়ের দোকান ব্যবসায়ি সালাম গাজীর মৃত্যু হয়েছে বলেজানাগেছে।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)গত কাল রবিবার দুপুর দুইটায় দক্ষিন নড়াইলের মধুর গাতি গ্রামের মৃত আহমদ সরদারের ছেলে সত্তার সরদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও গত শনিবার সকাল আট টায় অভয়নগর উপজেলার ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের মরিচা গ্রামের একই বাজারে চা বানানো অবস্থায় মৃত রওশন গাজীর ছেলে সালাম গাজী (৪২) তার নিজ চায়ের দোকানে স্টোক করে মৃত্যু বরন করেন। গত শনিবার দুপুরে দুইটা সালাম গাজীর ও রবিবার রাত নয়টায় সত্তার সরদারের জানাজা নামাজের পর উভয়ের নিজ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যু কালে সত্তার সরদার দুছেলে ও এক মেয়ে  এক স্ত্রী ও মৃত সালাম গাজী দু ছেলে এক মেয়ে ও এক স্ত্রী সহ অসংখ্য আত্মিয় সজন ও গুন গ্রাহী রেখে গেছেন। একই বাজারের দু ব্যবসায়ির মৃত্যুতে বাজার কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারন সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম তাৎক্ষনিক বাজারের সব দোকান বন্ধ করে দিয়ে শোখ সমভ্রান্ত পরিবারের পাশেগিয়ে দাড়িয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।