পাইককান্দি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে চাই ঃ সোহেল রানা

19
নাদিম শিকদার, গোপালগঞ্জ 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে সোহেল রানাকে দেখতে চান ইউনিয়নবাসী। সরেজমিনে তার বিষয়ে খোজ নিয়ে জানা যায় তিনি এবং তার পরিবার এলাকায় বেশ আগে থেকেই সমাজসেবা মুলক কাজের সাথে সম্পৃক্ত । প্রচারবিমুখ এই মানুষের বিষয়ে জানতে চাইলে এলাকাবাসী জানান তিনি সেনাবাহিনীতে ছিলেন। সেখান থেকে অবসর নিয়ে আসার পর এলাকায় ২০১৫ সাল থেকে নানাবিধ সমাজসেবামূলক কাজ করে আসছেন। এ বিষয়ে তার সাথে সাক্ষাৎ এ কথা হলে তিনি সি আই এন টিভি ২৪ এর প্রতিনিধিদের জানান, যেহেতু বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য ফজলুল করিম সেলিম এর নেতৃত্বে এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু স্থানীয় ভাবে আজো আমরা বিভিন্ন সামাজিক এবং উন্নয়নমুলক কাজে দূর্ণীতিগ্রস্থ। সামাজিক নিরাপত্তার আওতায় বিভিন্ন ভাতা নিতে গেলে উৎকোচ দিতে হয়। এই পাইককান্দি ইউনিয়নবাসী এখনো অব্দি একটি ইউনিয়ন পরিষদ কম্পলেক্স পায় নাই। তাই আগামী নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এজেন্ডা বাস্তবায়ন করে পাইককান্দি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে চাই।