ফুলতলা অক্সিজেন ব্যাংকের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন , প্রায় ১ হাজার মানুষ পেল ফ্রি চিকিৎসা

132

ডেক্স রিপোর্ট।

ফুলতলা অক্সিজেন ব্যাংক করোনাকালীন মানুষের পাশে অক্সিজেন সেবা দিয়ে আসছে। সকাল বা গভীর রাত হোক । ফোন করলেই এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা মানুষের দরজায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে গতকাল শুক্রবার (১ অক্টোবার) ফুলতলা অক্সিজেন ব্যাংকের প্রধান পৃষ্ঠপোষক মো. জহির উদ্দিন ভূঁইয়া রাজীবের নির্দেশনায় সংগঠনটির একঝাঁক তরুন  দামোদর নবনির্মিত রেল স্টেশন ভবনের পাশে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চালু করে।

ফুলতলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাঃ শিমুল চক্রবর্তীর সার্বিক সহযোগিতায় ডা: মিঠুন বাহাদুর , ডা: কাজী মো. আব্দুর রউফ স্থানীয়দের ফ্রি চিকিৎসা প্রদান করেন। এছাড়া ফুলতলা আল শেফা নামে একটি ডায়াগনস্ট্রিক সেন্টার আগত রোগীদের বিভিন্ন প্যাথলজী পরীক্ষা বিনামুল্যে করেন। তথ্যমতে এক হাজারের বেশি রোগিকে গতকাল চিকিৎসা প্রদান করা হয়।

ফুলতলা অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা রায়হান সরদার, পার্থ, দিশান, সাজিদ, রুবেল, সোহান, কৌশিকসহ আরো অনেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের  পরিচালনা করতে সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, ফুলতলা অক্সিজেন ব্যাংকের প্রধান পৃষ্ঠপোষক মো. জহির উদ্দিন ভূঁইয়া রাজীব  ফ্রি মেডিকেল সেবায় সংশ্লিষ্ট ডাক্তার, স্থানীয় মুরব্বী সহ সকলকে ধন্যবাদ জানান।

এ সময় দামোদরসহ ফুলতলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দু:স্থ রোগি এবং স্থানীয়রা ভবিষ্যতে আবারও এ ধরনের ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম চালু রাখতে ফুলতলা অক্সিজেন ব্যাংকের প্রতি অনুরোধ করেন।