অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় আলীনগর ইউনিয়নের ভোটাররা

33

জুয়েল ডি সানি।।

মাদারীপুর জেলার, কালকিনি উপজেলাধীন আসন্ন ইউপি নির্বাচনে এরই মধ্যে জমে উঠছে নির্বাচনের আমেজ চলছে প্রচার-প্রচারনা,প্রাথ দিচ্ছে নানা ধরনের প্রতিশ্রুতি তবে সাধারণ ভোটারদের মাঝে রয়েছে ভয় ভীতিকর আশঙ্কা । cintv24 এর টিম সংবাদ সংগ্রহে এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায় ভোট নিয়ে কথা বলেই ভোটাররা তুলে ধরে ভয় ভীতির কথা,গত ২৮/১০/২০২১তারিখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর সমর্থকেরাএবং সতন্ত্র প্রার্থী আনারস মার্কা এ-ই দুই গ্রুপের মধ্যে অনাকাঙ্খিত ভাবে ধাওয়া পাল্টাধাওয়া এবং ভাংচুর এর ঘটনা ঘটে। এ-ই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক বিরাজ করছে আলীনগর ইউনিয়নের ভোটার দের মাঝে।সাধারন ওয়ার্ড মেম্বর প্রার্থীরা ভয়ে ভীত হয়ে রয়েছে ,ভোটের দিন সুষ্ঠু ভোট হবে কি না তা নিয়া শঙ্কায় রয়েছে ভোটার এবং প্রার্থীরা নির্বাচন কমিশন সহ প্রশাষনের কাছে দাবি তুলে বলেন, ভোট জনগনের অধিকার, ৫ বছর পরপর ভোট হয়, আমরা যদি ভোট দিয়ে আমাদের মনের মতো প্রার্থী নির্বাচিত করতে না পারি,তবে এ-ই নির্বাচনের কি প্রয়োজন, অতএব নির্বাচন পরিচালনা যারা করবেন তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের ভোট অধিকার আমাদের ফিরিয়ে দিন।এবং অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিবেন ।